ওরা আল্লাহর নাম নিয়ে মদ খায় আর এরা আল্লাহর নাম ছাড়া
লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৮ জুন, ২০১৩, ০৩:১৯:৫৫ রাত
তিহাসিক ৫ই মে,দেখতে দেখতে একমাস পেরিয়ে গেল কিন্তু এই হত্যাকাণ্ডের বিচারের কোন নমুনাও চোখে পড়েনি।এই ভাবে হয়তো একটা বছর কেটে যাবে অথবা একটা যুগ পেরিয়ে যাবে কিন্তু বাতি নিভিয়ে রাতের আধারে নিরস্ত্র তালি-বুল ইলম ও নিরপরাধ মুসল্লিদেরকে জঘন্য হত্যাকাণ্ডের কোন সুষ্ঠু বিচার হয়তো জাতি দেখতে পাবেনা।আমরা সবাই খুব ভাল আছি সুখে স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করছি কিন্তু যেই মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের অনাহার,যেই বোনের স্বামী হারিয়েছে তাঁর নির্ঘুম রাত্রি পার,যেই বাবার একমাত্র ভবিষ্যৎ তার কলিজার টুকরা সন্তান হারিয়েছে তাঁর নীরব কষ্ট আর বুক ফাটা হাহাকার কিন্তু কমেনি।হয়তো এই গুলোকে চির সঙ্গী করেই বাকী জীবন কাটিয়ে দিতে হবে।অনেকে ভাবছেন সরকার চেঞ্জ হইলে জালিমের বিচার হবে।যারা আওয়ামীলীগকে ইসলামের শক্রু আর বি এন পিকে ইসলামের বন্ধু ভাবেন তাদেরকে বলছি আপনারা বোকার স্বর্গে অবস্থান করছেন।এরকম কোন নজির দেখাতে তারা ব্যর্থ হয়েছে ইতিহাস তাই বলে।২০০১ সালের পহেলা অক্টোবরের অষ্টম সংসদ নির্বাচনে দেশের ওলামায়ে কেরাম ও ধর্ম প্রাণ মানুষেরা বি এন পিকে ইসলামের বন্ধু ভেবে বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করে।আলেমদের শর্ত ছিল ইসলাম বিরোধী কোন আইন পাশ করবেনা এবং ক্বওমী মাদ্রাসা সনদের সরকারী স্বীকৃতি প্রদান করবে,কিন্তু বাস্তবতা বড় কঠিন,তারা মদ জুয়া আর বেশ্যা খানার লাইসেন্স প্রদান করেছে আর ক্বওমী স্বীকৃতি আদায় করতে মরহুম শায়-খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহঃকে তিনদিন মুক্তাঙ্গনে অনশন করতে হয়েছে তার পরে খালেদা স্বীকৃতি দেওয়ার মিথ্যা ঘোষণা দিয়ে হযরতের অনশন ভাঙ্গায় এই হল বি এন পির ইসলাম প্রিয়তার ইতিহাস।তার মানে আওয়ামীলীগ মদখায় সরাসরি আর বি এনপি খায় বিসমিল্লাহ বলে পার্থক্য এটায়,আর এতে অনেকে মনে করে ওরা কত দ্বীনদার।ওরা সবসময় ইসলামী শক্তিকে নিজেদের ক্ষমতার সিঁড়ি বানিয়েছে প্রতিশ্রুত একটা কাজ ও করে নায়,এমন একটা দৃষ্টান্ত কি কেউ দেখাতে পারবেন যে বি এন পি ক্ষমতায় থাকাকালে অমুক কাজটা করেছে যেটা ইসলামের স্বার্থে?মন্ত্রিত্ব আর এম পি গিরি পাওয়ার জন্য ইসলামের লেবাস ধরে যারা এখনো এই সুন্দরীর আচল ধরে আছেন তাদের বলছি ওলামায়ে ছুর হবেন না,জান্নাতে অনেক সম্মান আর আসন পাবেন,৫ই মের হাজার হাজার শহীদ ভাইদের রক্তের দুহায় দিয়ে বলছি ইসলামের দরদ মুসলমানরাই বুঝে,সুতরাং তাদের খুনের বদলা বি এন পি নিবেনা বরং মুসলমানদের তথা আলেমদেরকেই নিতে হবে,সুতরাং নারীর নেতৃত্বের সাথে আপোষ না করে আলেমরা সবাই এক প্লাট ফর্মে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করুন।তাহলে শহীদদের রক্তের প্রতিশোধ হবে,তাদের ত্যাগ সফল হবে,আলেমদের ইতিহাস কলঙ্ক মুক্ত হবে।
বিষয়: রাজনীতি
১৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন