মালিকা হামিরার বৌমা

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১০ জুন, ২০১৩, ১২:১৮:১৬ রাত

ছেলের বৌ আর শাশুড়ির গ্যাঞ্জাম বাংলাদেশের কমন একটি ব্যাপার।আজ বিকালে এক ভাই তাঁর মেয়ের শাশুড়ি কর্তৃক

নির্যাতনের বর্ণনা শুনচ্ছিলেন।জামাই নেশা খোর আর শাশুড়ি দজ্জাল মার্কা,অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে বাপের বাড়ি

চলে আসে।আর যাবেনা সিদ্ধান্ত নেয়।কিন্তু ছেলে পক্ষের মুরুব্বীরা সহ ঐ শাশুড়ি অনুনয় করে আবার তাকে নিয়ে যায়।যাওয়ার

পথে বাজারে পুরুষেরা গাড়ি থেকে নেমে পড়ে আর তখনই হিংস্রা শাশুড়ি নিজের পশুত্ব জাহির করতে শুরু করলো এক পর্যায়ে

সে বললো আমাকে চিনিস আমি কত খারাপ?আমি মালিকা হামিরা,তোরে আনতে যেয়ে তোর বাপ মায়ের সামনে আমার

অনেক ছোট হওয়া লেগেছে,বাড়ি চল তখন বুঝবি এগুলোর ঝাল কি।বাড়ি নিয়ে গিয়ে ঘরের বাতি নিভিয়ে চোখে চর্স লাইট মেরে

রিমান্ডের নমুনায় চলতে থাকে নির্যাতন আর সাথে পচা গন্ধ মেয়েলি গালি।এক পর্যায়ে সে এও বলে যে আজ রাতে তোকে হত্যা

করে গলায় ওড়না পেঁচিয়ে পেয়ারা গাছে ঝুলিয়ে রাখবো আর তোর বাপকে বলবো তোমার মেয়ে আত্মহত্যা করেছে।পরের দিন

মেয়ের ফোন পেয়ে বাবা ছুটে যায় এবং মেয়েকে উদ্ধার করে আনে।মেয়ের এবং তাঁর বাবার এখন ফাইনাল ডিসিশন তারা

ডিভোর্স দিবে।এই মেয়েটিকে ছেলে-পক্ষ জোর করে মাত্র পনেরো বছর বয়সে বিবাহ করে এখন তার কোলে একটা ছেলে বয়স

আঠার বছর কি আছে এই ছেলেটির কপালে,আর ওর মায়েরই বা ভবিষ্যৎ কি?এই সব ডায়নি মার্কা শাশুড়িদের জন্যই দেশে

বহুত সুখী দম্পত্তী ভেঙ্গে যাচ্ছে অথবা নষ্ট হচ্ছে বহুত সরল প্রাণ বোনের জীবন।

***নাঈমুল হক***

বিষয়: বিবিধ

২০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File