"ধুসর স্মৃতিগুলো"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১০ জুন, ২০১৩, ১২:১৮:২৫ রাত
বেদনার নীল রঙে
কেঁদে ছিল মন,
হারিয়েছি সবি
যা ছিল আপন।
স্বপ্নের সিঁডি বেয়ে
হেটেছি খানিকটা দুর,
খুঁজে বেড়িয়েছি তারে
যে ছিল সেই সূদুর।
স্মৃতিগুলো বারে বারে
কেন জানি মনে পড়ে,
সে যেন ছিল আমার
পুরো অস্তিত্ব জুড়ে।
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন