বন্ধু দিবসে প্রকৃত বন্ধুর করণীয়

লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৪ আগস্ট, ২০১৩, ০৭:৪১:৫৮ সন্ধ্যা

আমাদের সমাজে যারা নিজেদেরকে গরীবের বন্ধু হিসাবে প্রচার করতে ভালবাসে তাদের নিকট আমার বিনম্র প্রশ্ন ঈদে আপনি নিজের জন্য অনেক বাজেট করেছেন,নিজের সন্তানের জন্য ঈদ খরচ হিসাবে যা বাজেট করেছেন তাতে দশটা দরিদ্র পরিবারের তথা আপনার ভাষায় আপনার প্রিয় বন্ধুদের খরচ হয়ে যাবে।কিন্তু আপনার মত দয়ালু বন্ধু থাকতে প্রতিবেশীর অনেকেই নতুন জামার স্পর্শও পায়না,নিজের শিশুরা যখন বিরিয়ানী কাচ্চি গ্রিল হকদানা আর সুবাস ছড়ানো বাহারী খাবারের স্বাদ পাওয়ার খুশীতে মাতয়ারা ঠিক তখন খুব নিকটেই কিছু শিশুরা যারা এক টুকরা গোস্তেরও সন্ধান পাবেনা।বছরের এই একটা দিনে নতুন জামা আর স্বুস্বাদু খাবারের আশায় মানুষের লাথি ঝাটা খেয়ে বেড়ায় কিছু আদম সন্তান আর আপনি তার বন্ধু হয়ে ডাটের সাথে ঈদ উদযাপন করছেন তাহলে কিসের বন্ধু আপনি?

সুধু ফ্লাসিং প্রগ্রামে গরীবের বন্ধু বলে চিল্লা চিল্লি করেই যদি বন্ধুত্বের করনীয় শেষ করেণ তাহলে আপনি তাদের দারিদ্রতাকে কাজে লাগিয়ে সুবিধা ভোগকারী বলে বিবেচিত হবেন।

পরিশেষে পাঠকদের কাছে আমার অনিরোধ বিশ্ব বন্ধু দিবস পালন করতে বন্ধুকে শুভেচ্ছা জানানো সহ অনেক কাজ করছেন,আসলে বড় লোকদেরকে দেখার অনেক মানুষ আছে কিন্তু গরীবদের দেখার লোকের বড় অভাব।আসুন আমরা সবাই এই ঈদে সাধ্যমত গরীব দুঃখীদের পাশে দাড়িয়ে তাদেরকে একটি আনন্দময় ঈদ উপহার দিয়।

বিষয়: বিবিধ

১৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File