নাস্তিকরা হুশিয়ার

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১৮ জুলাই, ২০১৩, ০৫:৩০:০১ সকাল

কথায় আছে উই পোকার পাঁকনা গজায় মরার জন্য।নাস্তিকদের অবস্থা হয়েছে সে রকম।এদেশে নাস্তিকের সংখ্যা শতকরা এক পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে,কিন্তু কালনাগিনীর দেওয়া স্পর্ধায় কিছুদিন ওরা এমন হাওখাও শুরু করেছিল তাতে এমন একটা ভাব দেখাচ্ছিল যে এ দেশে যেন কোন আস্তিক নেয়,যা আছে সব নাস্তিক।কিন্তু তাদের সে আশার গুড়ে বালি।নাস্তিকদের কোন হদিছও নেই,যেই আওয়ামী সরকার ও তার মন্ত্রীরা শাহবাগে গিয়েছিল & নিজেকে নাস্তিক বলে প্রমান করে গর্ববোধ করতো সেই নেতারাই এখন মুসলমানদের ধর্মীয় কানুন রমজানের ইফতার পার্টিতে দাওয়াত নিতে নিতে নেতিয়ে পড়ছে,প্রত্যেকটা পার্টিতেই তারা অনায়াসে আল্লাহ ও রাসুলের নাম নিচ্ছে।শুধু তাই নয় শাহবাগীদেরকে মুক্তি যোদ্ধা খেতাব দানকারী ম্যাডাম নিজেও বেকায়দায় পড়ে গেছেন যে কারণে শাহবাগীদের সাইমুম হেফাজতে ইসলামকে ৫০ আসন ঘুষ দিতে চেয়েছেন এবং মদীনা সনদে দেশ গড়ার স্বপ্নোও দেখিয়েছেন আর শাহবাগীরা ভয়ে শাহবাগ চত্বরে কোরআন তেলায়াত করার ফটো তুলে মিডিয়াতে প্রকাশ করেছে।সব শেষে একথায় বলি ইসলাম এদেশে কচুরিপনার মত ভেষে আসেনি যে কেউ হেউ করলেই পালাবে,ইসলাম এ মাটির রন্দ্রে রন্দ্রে মিশে আছে,নিচে পাতাল পর্যন্ত আর উপরে আরশ মহল্লা পর্যন্ত তালাশ করলে শুধু ইসলামেরর জন্য জীবন উৎসর্গকারী শহীদ গাজীদের অস্তিত্বই পাওয়া যাবে।সো নাস্তিকদের জন্য লাল কার্ড,সাবধান হও।

বিষয়: বিবিধ

১৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File