নতুন জন্তু!

লিখেছেন লিখেছেন নাইমুল হক ৩১ জুলাই, ২০১৩, ০৫:৪৬:১৫ সকাল

রাত এগারোটা,ঝিনাইদহ পায়রা চত্বরে দাড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়।পাশ দিয়ে হেটে যাচ্ছিল একটি পথ শিশু,হাতের মধ্যে একটি অসুস্থ উই পোকা দেখিয়ে আমাকে বলল হুজুর এটা আর উড়তে পারছেনা,আমি বললাম ওটা একটা শুকনা জায়গায় রেখে দাও।দেখলাম পোকার প্রতি তার খুব মায়া হচ্ছে,সে উড়তে পানছেনা তাই মমতা দিয়ে নিজের হাতের মুঠোয় করে নিয়ে বেড়াচ্ছে।আমি তখন ভাবছি কত সচ্চ মন আর কত মানবিকতাবোধ এই শিশুর মনে।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর সময়ের বিবর্তনে হয়তো এই শিশুটি হারিয়ে ফেলবে তার মানবতাবোধ ও মনের সচ্চতা,পরিনত হবে হিংস্রো জনোয়ারের থেকে নিকৃষ্ট স্বভাবে।আজকে যারা রাতের আধারে অর্থ আর সম্পদের প্রয়োজনে মানুষ হয়ে মানুষকে জবাই করে হত্যা করে,যারা রাজনৈতিক স্বার্থে প্রতিপক্ষকে হত্যা করে,ওরাও এক সময় এই শিশুর মত সচ্চ মনের মানুষ ছিল,ছিল দূর্বল ও অসহায়ের প্রতি পরম মমতাবোধ কিন্তু এখন পশু পাখিতো দূরের কথা মানুষ হয়ে মানুষের উপরেই নেই বিন্দু পরিমান মায়া।মুহুর্তেই যে কোন মানুষের জীবন লীলা সাঙ্গ কররে দিতে তারা মোটেও কুন্ঠাবোধ করেনা।

ইশ!

আমার বুঝতে খুব কষ্ট হয় যে মানুষ হয়ে কিভাবে মানুষকে হত্যা করে?তা কি করে সম্ভব?ইম্পসিবল,মানুষের পক্ষে তা কোন ভাবেই সম্ভব নই বরং ওরা সুরতে মানুষের মত দেখা গেলেও আসলে হিংস্রো জানোয়ারের থেকেও নিকৃষ্ট জন্তুতে পরিনত হয়েছে।

আর বাংলাদেশের ঘরে ঘরে এই জন্তুর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File