এই পরিবর্তনটা জরুরী

লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ০৭ আগস্ট, ২০১৩, ০২:১৭:৫৭ রাত

বাংলাদেশ একটি সমস্যা ভারাক্রান্ত দেশ । এদেশের রাজনীতি , অর্থনীতি , সংস্কৃতি , শিক্ষানীতি , ঈত্যাদি অজস্র সমস্যার কশাঘাতে জর্জরিত । এসব সম্যার সুষ্ঠ সমাধান কোন পথে -প্রচলিত রাজনীতিতে , না অন্য কোন উপায়ে ? এ প্রশ্নগুলো অনেক দিন ধরেঈ দেশের চিন্তাশীল লোকদের মনকে প্রবলভাবে নাড়া দিচ্ছে । ধর্মহীন বা সেকুলার রাজনীতির প্রবক্তা ও দালালরা প্রচলিত রাজনীতিকেঈ দেশের সব রোগ-ব্যাধির একমাত্র দাওয়াঈ রুপে গন্য করতে চাঈছেন । তারা গনতন্ত্রের নামাবলী পরে দিন-রাত গলাবাজি করছেন , মাঠ-ঘাট গরম করে তুলেছেন , কিন্ত প্রচলিত রাজনীতি এদেশের বহুবিধ সমস্যাবলীর কতটা সমাধান করতে পেরেছে ? গনতন্ত্রের দালালরা এদেশের নির্যাতিত -নিপীড়িত মানুষের অধিকার আদায়ে কতটা সক্ষম হয়েছে ? এ প্রশ্নটি কেউ খতিয়ে দেখার প্রয়োজন বোধ করছেন না । তাঈ একটি জন নির্বাচিত সরকার ক্ষমতায় বসার পরও রাজনৈতিক বিতর্কের অবসান ঘটছে না এদেশে ।

তাহলে উত্তরণের উপায় কি ? উপায় হল এদেশে রাম-বামদের রচিত সংবিধান আস্তাকুড়ে নিক্ষেপ করত: এক আল্লাহর সংবিধান আল-কুরআনের আঈন বাস্তবায়নের জন্য প্রয়োজন ইসলামী বিপ্লব ।

আর এ বিপ্লবের জন্য সমকালীন বাংলাদেশে জিহাদ ফি সাবিলিল্লাহ অত্যাবশ্যক । যার নির্দেশনা মহান আল্লাহ পাক এ্ই বলে দিয়েছেন : ( তোমরা জিহাদ কর , তোমাদের ধন-মাল ও জান-প্রাণ বিনিয়োগ করে আল্লাহর পথে । তোমরা যদি জানো -বুঝ , তাহলে তোমাদের জন্য সর্বোত্তম , সর্বাধিক কল্যাণময়) ।

ফলে এর দ্বারা প্রমানিত হয় প্রচলিত রাজনীতি দ্বারা সীমাহীন এ সমস্যা সমাধান অসম্বভ । আর আমরা এ কল্পিত রাজনীতির ধারক-বাহক না । বরং আমরা এক আল্লাহর রাজনীতিতে বিশ্বাসী ।

তবে জিহাদ অর্থ এই নয় যে ,সারা দেশে বোমাবাজি ও অমুসলিমদের উপর অহেতুক আক্রমন । বরং জিহাদ হল সর্বাত্মক চেষ্ঠা ও ত্যাগ স্বীকারের মাধ্যমে আল্লাহ ও রাসুল বিরোধী সকল শক্তি কঠোর বাবে দমন করা , পরাভূত করা এবং সকল প্রকার খোদাদ্রোহী প্রতিষ্ঠানকে উৎখাত করে সর্বক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব ও সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করা ।

আর এটি সম্বভ হবে তিনটি ধাপের সঠিক মুল্যয়নের মাধ্যমে । তাহল :

(১) প্রত্যেক মুসলিম ব্যক্তি তার নফস তথা মন-মানসিকতাকে আল্লাহর অধীন ও অনুগত করে তৈরি করা ।

(২) স্বীয় পরিবার-পরিজনকে আল্লাহর অধীন্যস্ত করা ।

(৩) সমাজ ও রাষ্ট্রে মহান আল্লাহর বিধান বাস্তবায়নের চুড়ান্ত রুপরেখা অংকন করতে হবে ।

এ তিনটি পদক্ষেপ সম্পূর্নরুপে বাস্তবায়িত হলে প্রচলিত রাজনীতির বদলে ইসলামি রাজনীতির পূর্ণ অনুশীলন শুরু হবে ।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File