আল্লাহর সৃষ্টি মানুষে পার্থক্য
লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৫:২৭ সকাল
ওদের প্রচার শুধু মিথ্যা অশ্লীল আর হিংসা;
মোদের প্রচার সত্য নিষ্ঠ সাক্ষী মহান আল্লাহ ।
ওদের চাহিদা নগদ টাকা , পৃথীবির মায়া ,জোরে নিবে ক্ষমতা
মোদের চাওয়া সত্য মানুষ , মহৎ হওয়া , আলোর ঝর্ণাধারা ।
ওদের চাওয়া গোলাম হওয়া , মোরা শহীদি যাত্রী;
মরি মরি ভয়ে ভীত ওরা, মোরা মৃত্যু খুঁজি!
ওরা মরন থেকে দুরে, যুদ্ব শুরুর আগে লুকাবে অন্য দেশে,
ওরা বিড়াল সাদৃশ্য তবুও গর্জিতে চায় কোন এক লোকালয়ে।
ওরা শুকনো কাষ্ঠ; বকবক করে শুধু লোভে,
ওরা ভন্ড, প্রতারক, শয়তান, লালসার খোজে মরে।
মোরা তৌহিদী নওজোয়ান,মৃত্যুর সাথে সন্ধি,
ওদের ভাবি মশার মত , না মারে তাই দেই ছাড়ি।
হবে কল্যাণ গন মানুষের ওরা চায় না তা,
অবিশ্বাসই ওদের ধর্ম-ভুলে ভরা পথ চলা ।
ওরা বলে, কিসের বিশ্বাস আল্লাহ-রাসুল ,অশান্তি হবে শুরু,
মোরা বলি, ওই আল্লায় বিশ্বাস তব শান্তির হাতছানি ।
ওরা চায় অভিশাপ; মোরা চাই ক্ষমা,
পাপীরা চায় তিমির শ্মশান, মোরা চাই সম্মান্মোনা !
পশ্চিমা দেশে ভয়াবহ রুপ মানুষ পাচ্ছে শাস্তি
একদিন তারা ফিরবে সুপথে , খুজিবে বাঁচার শান্তি ।
পালের গোদারা বোল ছেড়েছে, ধ্বংস হবে না পৃথিবী ,
যাকে যে মার পাবে না কেউ বিচার কিংবা সুমতি।
সত্য-নিষ্ঠ মানুষ যারা তারাই বিশ্বাসী ;
তারা জানে এ ভূমি নশ্বর সব হয়ে যাবে মাটি।
ভালো যারা, তাদের আশা চাইলেই পাব সবি,
হাজার নিয়ামতে বাচিয়ে রেখেছেন দুনিয়ার সব প্রানী।
আসমান হতে আনব তারা-গ্রহ-নক্ষত্র সবি ,
চাইলে পাবে মহান আল্লা সত্যি মহাদানী ।
ওরা শান্তির বিপরীতে য়ায় , ওটাই ওদের প্রাপ্য ,
ওরা চলুক ওদের পথে, ধ্বংস অনিবার্য।
ওরা চায় গোটা পৃথিবী, মোরা চাই আল্লা,
নেই কলহ-বিবাদ ,হিংসা সাম্য-শান্তি হবে প্রতিষ্ঠা।
মোদের অপূর্ণতা হারিয়ে যাবে প্রভুর কল্যাণে,
গোটা পৃথিবী খেলেও ওদের মিটবেনা খিদে পেটে!
ওগো আল্লা সুপথ চাহি নিয় না ভিন্ন পথে,
তোমাতে পাওয়া সুখের ঠিকানা হারাবো না জীবনে ।
সব মন্দের হোক অবসান, ভালোর হোক শুরু,
দাও প্রভু আলো দাও ,যাত্রা নতুন শুরু।
নেই ভেদাভেদ মিলেমিশে সব এক মনে এক প্রাণ,
এই আলোতে উজ্জীবিত প্রভুর আহবান ।
সহিংস যারা ওরাই লুটেরা ,সন্ত্রাসীদল
ওরা খুজিবেনা আল্লাহ-রাসূল সুমহান সুপথ।
ওরা সদা জপে মন্দের নাম, সংঘাত দেয় বাড়িয়ে ,
হালাল-হারাম খেকো তারা, নেশায় বুদ হয়ে!
ওরা হারামী, মারব তাদের মোরা রাসূল সেনা ,
এরাই ভাইরাস, ধ্বংস করে, ছিল যত সব জানা ।
ওরা তেলাপোকা, ওদের দিওনা ঠাই ,
দেখলেই মার, ওরা ক্ষতিকর বাচার উপায় নাই ।
শুরু থেকে শেষ অবধি বিশ্বাস আল্লাতে ,
পাবে নাজাত – শত নেয়ামত আল্লার রহমতে।
গভীর ঘুমে এখনও যারা আচ্ছন্ন সীমাহীন,
ওরা চায় না উঠুক সূর্য্য, আলোকিত হোক দিন।
নব্য সজীব জোয়ানের মত হব আগুয়ান
ক্লান্তি যত হবে দূর মোরাই সেরা সন্তান !
ওরা কুৎসা রটিয়ে দেবে বাঁধা - ওদের চিন্তা মগ্ন মন ,
মোরা মিটিয়ে দেব শত বিবাদ –মিমাংসার আয়োজন ।
বিষয়: বিবিধ
১৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন