বিষন্ন ঘন্টা ধ্বনি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ আগস্ট, ২০১৩, ০২:৪৬:৫৮ রাত
আজি দুর্দিনে কর্ণকুহরে বাজে বিষন্ন ঘন্টা ধ্বনি
দুঃসহ প্রতীক্ষায় প্রহর কাটে, নির্বাক বিমর্ষ দৃষ্টি
ফেলে আসা দিন খুঁজে,সর্বত্র আজি আলো-আধাঁরি খেলা।
যজ্ঞের বশে অজ্ঞ মানুষ,ভূলে গেছে তার পরিচয়
মধ্যযুগীয় বর্বরতা যত্রতত্র,হিংস্রতার যুগল উল্লাস
নীলাভ আকাশে অগ্নিস্ফূলিংগ মুর্হুমুহু বর্জ্রধ্বনি
নিঃশ্বাসে বারুদের গন্ধ,ক্রমশই ঘটছে মস্তিষ্কে বিকৃতি।
আমাদের আর অবশিষ্টতাই বা কি
বিংশ শতাব্দীতে এসে প্রশ্নজাগে মনে
এ যুগ সভ্যতার নাকি প্রগৈতিহাসিকতার ?
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন