পথ চলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জুলাই, ২০১৮, ০৩:০৪:৪২ দুপুর

কিভা‌বে কে‌টে যায় সময়

এভা‌বে

তোমা‌কে ভে‌বে।

নয় সকাল, নয় দুপুর, সন্ধ্যা, রাতে

পথ‌ চ‌লি অ‌লিগ‌লি তোমারই সা‌থে।

নয়‌নে মন‌নে কিভা‌বে মি‌শে থা‌কো

এভা‌বে

তোমা‌কে ভে‌বে।।

পাহা‌ড়ের চুড়ায় তু‌মি, নদীর কলতান

সাগ‌রের ঢেউ গু‌ণি, আকা‌শের নী‌লে

তোমার অবস্থান

কিভা‌বে সকল ভাল লাগায় মি‌শে থা‌কো

এভা‌বে

তোমা‌কে ভে‌বে।

বিষয়: বিবিধ

৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File