বিবর্তন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জুলাই, ২০১৮, ০৫:৫২:৫৭ বিকাল
ঘুম থেকে জেগে দেখি হাত নেই
পা আছে চারটা
মুশকিলে পড়ে গেলাম ভাবতেই
জোড়া হল কারটা?
চোখের পাওয়ারে গোলমাল
নেই যেন
কপালটা ঠিক আগের মতো
নেই কেন?
দেখি মুখ চমকে আয়নায়
একি হায়!
কপালের দু'পাশে দু'টো শিং
দেখা যায়।
পেছনে ফিরতেই নড়ে উঠে
লেজটা
মশা মাছি তাড়াতে বাড়ে তার
তেজটা।
আমি কি তবে আর
মানুষ নাই?
মানুষতো দেখিনা
পশুটাই।
বিষয়: বিবিধ
৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন