জিরো ডাবল ওয়ান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জুলাই, ২০১৮, ০১:৪৯:০৭ দুপুর
গলির মোড়ের বাঁক বলল আমায় থাক
ওদিকে নয় এদিকে যাও চুপচাপ নির্বাক।
চির চেনা পথ ডাকছে আমায় আয়
তবুও আমি যাচ্ছিনা আর টা টা বাই বাই।
জিরো ডাবল ওয়ান .. দেবেনা আর সাড়া
মনের ভেতর টুংটাং টুংটাং দিচ্ছে কিসের নাড়া।
ছাদ রেলিং এ কাক বলল আমায় থাক
পেছনে ফিরে তাকাতে নেই সব গোল্লায় যাক।
চেষ্টাতো বেশ আছে বিকেল সন্ধ্যার কাছে
অচল নাম্বার হয়তো আবার সচল হয়ে আছে।
জিরো ডাবল ওয়ান... নেই নেই কেউ নেই
এদিন সেদিক হয়তো কোথাও চোখে পড়বেই।
গলির মোড়ের বাঁক বলল আমায় থাক
ওদিকে নয় এদিক এসো চুপচাপ নির্বাক।
বলছি শুনো আর মন করোনা ভার
তিন তলাতে ভাড়ায় থাকে দিয়াদের সংসার।
জিরো ডাবল ওয়ান...নেইযে তার প্রাণ
ছুড়ে ফেলা নাম্বার তবু রয়ে যায় তার টান।
বিষয়: বিবিধ
৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন