উত্তম চরিত্র
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ জুলাই, ২০১৮, ০৯:৫২:২০ রাত
======
আয়িশা রাঃ বলেন, আমি নাবী সাঃ-কে বলতে শুনেছি, ঈমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সিয়াম পালনকারী ও রাতে ইবাদতকারীর মর্যাদা লাভ করবে। (আবূ দাঊদ, মিশকাত, হাঃ- ৫০৮২, সনদ সহীহ)
আখিরাতে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র, যদিও আরও দুটি হাদীসে, বলা হয়েছে সবচেয়ে ভারী হবে- আল্লাহর একত্ব বা লা-ইলাহা ইল্লাল্লাহ, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম। কিন্তু উত্তম চরিত্রের বিষয়ে রসূল(সাঃ) এত কিছ বলেছেন যে,ইসলাম বলতেই বোঝা্য় মুসলিমদের উত্তম চরিত্র। পূর্বে এই উত্তম চরিত্রের নমনা দেখেই অমুসলিমরা ইসলাম গ্রহন করত। উত্তম চরিত্রের পরিধি অনেক ব্যপক।
উত্তম চরিত্রের সাথে জ্ঞানের সম্পর্ক সরাসরি। জ্ঞানীরাই আল্লাহকে অধিক চিনতে পারে। উত্তম আচরন মানেই হল জ্ঞানপূর্ণ ও সুন্নাহ ভিত্তিক আচরণ। জ্ঞানের ঘাটতি থাকলে উত্তমের ধারনা,সুন্নাহ,কুরআন সবকিছু জানার পরও প্রয়োগিকভাবে মহা ভুল হয়ে যায়। কারন জ্ঞান মানুষকে আহরিত তথ্যগুলোকে সঠিক মাত্রায় প্রকাশ করতে শেখায়। এই প্রকাশভঙ্গীটাই হল আচরন,যা চরিত্র হিসেবে প্রদর্শিত হয়। অন্যকে কোনোভাবে খাটো না করে, অন্যের প্রতি মর্যাদা ও সহানুভূতি রেখে সুন্দরভাবে সত্য প্রকাশ করতে হবে, এটিই অহংকারের বিপরীত। এই আচরনটিই মুমিনের এবং তার সকল সাধারন অবস্থাও উত্তম আমল হিসেবে আল্লাহর কাছে গ্রহনীয় হয়।
"সুতরাং যদি কেউ মু'মিন হয়ে সৎকর্ম করে, তবে তার কর্ম-প্রচেষ্টা অগ্রাহ্য হবে না এবং নিশ্চয় আমি তা লিখে রাখি।"
--[সূরা আম্বিয়া ২১, আয়াত ৯৪]
বিষয়: বিবিধ
৭৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন