কৌটার কীট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুলাই, ২০১৮, ০৮:০২:২৩ রাত
কৌটার জন্য হন্য হয়ে
ছড়াচ্ছে যারা রোশনায়
তাদের কোন দোষ নাই
তাদেরতো আর হুশ নাই।
কৌটায় তাদের আয় রুজি
তায়তো তারা দাঙ্গায়
শিক্ষাঙ্গন রাঙ্গায়
সন্ত্রাষের গান গায়।
কৌটায় তারা অন্ধ
অন্ধ অস্থিমজ্জায়
হামলা মামলার শয্যায়
আমরাই মরি লজ্বায়।
বিষয়: বিবিধ
৬০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন