পড়তে বসে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৮, ০৮:১৭:১৭ রাত

পড়তে বসলে ঘুম আসে
আরো আসে মশা
ত্রিমুখী এক চাপ আসে
আজব এক দশা।
ঘুমের মাঝে প্রীতিজিনতা
পাশে আমার বসা
আপনা থেকেই গায়ে পড়ে
খেল এক ঘষা।
মনটা আমার ভিজে গেল
রইলনা আর কষা
মা ডাকল খাবি আয়
চিংড়ি দিয়ে শসা।
বিষয়: বিবিধ
৭৫০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন