ষাঁড়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৮, ০৩:১৪:৪৭ দুপুর

ষাঁড় য‌দিও দুধ দেয়না

ষাঁড় মিল‌নে বাচ্চা হয়

মোটাতাজা কর য‌দি

কোরবানী‌তে আচ্ছা হয়।

হালচা‌ষে তার মন ব‌সেনা

বি‌চি দানা ছেচ‌তে হয়

তখন তা‌কে বলদ ব‌লে

লাঙ্গল জোয়াল খেচ‌তে হয়।

ষাঁড় য‌দিও উড়নচন্ডি

নেয়‌যে পিছু দেখ‌লে গাই

দুষ্টা‌মিটা যতই করুক

আদর ক‌রে কৃষক ভাই।

বিষয়: বিবিধ

৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File