ভালোবাসার চাঁদ

লিখেছেন লিখেছেন মেঘ নীল ০৬ মার্চ, ২০১৮, ১২:২৭:০২ রাত

ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি লিফট চেপে সিঁড়ির এই জায়গাটায় চুপ চাপ কিছুক্ষন দাঁড়িয়ে অপেক্ষা করি। লিফট এর আয়েনায় সোডিয়াম লাইটের নিয়ন আলোটা আমার কাছে জোৎস্নার মত মনে হয়। মনে হয় 7th ফ্লোরে লিফট থামলেই তুই ছুটে আসবি দরজার কাছে। আমায় শার্ট খাঁমচে ধরে বলবি এত দেরী করলা ক্যান পিঁপড়া জামাই? জানোনা আজ পূর্নিমা চলো ছাদে যেয়ে জোৎস্না মাখি। আমি ছোঁচার মত তোর ঠোটের দিকে তাকিয়ে থেকে বলবো- চাঁদ তো আমার ঘরে, ছাদে কেন যাব! আজ আমি আমার চাঁদের আলোয় ভিজব।

বিষয়: বিবিধ

৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File