ভাই বোন
লিখেছেন লিখেছেন মেঘ নীল ০৬ মার্চ, ২০১৮, ০৩:০৫:০৩ দুপুর
ভাইদের একটা বোন শুধু বোন ই না একজন ভালো 'বন্ধু'। মায়ের অবর্তমানে বড় বোন তো মায়ের ভূমিকা পালন করে।
ভাইয়ের প্রেমে বোন সবসময় সহায়তা করে থাকে কিন্তু বোন কখনো ভাইয়ের সহায়তা তো দুরে থাক, আলেকজান্ডার দ্য গ্রেটের শাসনের ভয়ে অসহায় প্রানী। কারও সাথে দেখে ফেলা মানে বাসায় ফিরে বাঘের খাচায় কুকুর ছেড়ে দেয়ার মতো। আর বোনের সাথে ঘোরা ঐ ছেলের অবস্হা যা হয় সেটা হসপিটালের ডাক্তারের চেয়ে ভালো আর কেউ জানেনা। এখানে বোন জানে প্রেম কি জিনিস আর ভাই জানে ছেলে জাতি কি জিনিস।
পৃথিবীর যতোগুলো সুন্দর সম্পর্ক আছে তার মধ্যে ভাইবোনের সম্পর্ক সবচেয়ে সুন্দরতম সম্পর্ক। খুনসুটি মারামারি আদর স্নেহ ভালোবাসা শ্রদ্ধা স্যাক্রিফাইস সব ভাই-বোন নামক সম্পর্কে বিদ্যমান।
বিয়ের পর ভাইদের আচরন বদলায়, বোনদের চেহারা বদলায়। বাবার সম্পত্তি এখানে বড় ফ্যাক্টস (সবাই না)। বোনের অভিমত- ভাবি ভাইকে চেন্জ করে দিয়েছে। এই বোনগুলোই যে অন্যর সংসারে ভাবি সে কথা মেয়ে জাতি বেমালুম ভুলে যায়। ভাইয়ের বাড়ি বেড়াতে আসে হাসি মুখে ফিরে যাওয়া মলিন বদনে।
বোনের মৃত্যু খবরে ভাই সুপার হিরো, দ্রুত উপস্তিত বোনের শিয়রে। বোনের খাটিয়া ভাইয়ের কাধে আর কলাপাতা বাঁশের ছাউনিতে মাটির ঘরে ভাই নিজ হাতে শুইয়ে দেয় চিরতরে।
ভাইয়ের মৃত্যু খবরে বোনের মূর্ছা। চোখ তার দরিয়ার সাগর। বাকিজীবন কেউ যদি কারও জন্য চোখের জল ফেলে সে হলো 'বোন'।
বিষয়: বিবিধ
৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন