ডানবাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৮, ০৫:০৬:৫৭ বিকাল

দু'টো সত্তা লালন করে চলি

মাঝে ভাবি কেটে ফেলি, ছেটে ফেলি

কোনটাকে?

তারা নিজেদের মধ্যে লালন করে প্রবল

হিংসা, বিদ্বেস আর ধ্বংসলীলা

একের মৃত্যুতে অন্যের আনন্দ, উল্লাস

একের আনন্দে অন্যের হা-হুতাস।

আমার বারবার মনে হতো

কেটে ফেলি, ছেটে ফেলি

কিন্তু কাকে?

দায় বা ভারটা ওদেরই দিলাম

তোমরা নিজেরা নিজেদের কেটে ফেল

ছেটে ফেল, আমার শুধু দেখার বা

অপেক্ষার পালা জয় পরাজয়।

বিষয়: বিবিধ

৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File