বর্ণমালার ছড়া - ২
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৮, ১১:০৮:৪৫ সকাল
উ তে উট
বয়ে চলে ভার
পানি ছাড়া চলে যায়
সপ্তাহ পার।
ঊ তে ঊষা
সূর্যদয়ের আগে
ঊষার আলো মেখে
খোকন সোনা জাগে।
ঋ তে ঋতু
ষড়ঋতুর বেশে
দেখবে যদি ঘুরে এসো
সোনার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন