বর্ণমালার ছড়া - ১

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৮, ০৩:২৮:৪৮ রাত



অ তে অলি

গুনগুন গায়

পরাগ ছড়ায় আর

ফুুলের মধু খায়।

আ তে আম

স্বাদে গুণে সেরা

ভনভন ঘুরে মাছি

কানে লাগে প্যারা।

ই তে ইঁদুর

কাটে কুটিকুটি

বই-খাতা, লেপ-তোষক

খিদে পেলে রুটি।

ঈ তে ঈগল

ডর ভয় নাই

উড়ে এসে ছো মেরে

শিকার করে খায়।

বিষয়: বিবিধ

৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File