জান্নাত-জাহান্নাম
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৭ জানুয়ারি, ২০১৮, ০১:২৯:৫৩ দুপুর
কাকে তুমি ভাবছ আপন
ভাবছ কাকে পর!
দীনদুনিয়ায় এখন সবে
বড়ই স্বার্থপর !
যদিও এটা স্বভাবপ্রকৃতি
আদি হতে শুরু
স্বেচ্ছাধীন এসবের
জ্ঞাত মোর প্রভু!
মানবজাতিকে অবাধ করে
বাতলায়েছেন সঠিক পথ
যেনো সবে এক স্রষ্টার
করেন ইবাদত !
দীনদুনিয়ার সর্বত্র
সবি তার সৃষ্টি !
তার হুকুমে করাল খরায়
হঠাৎ নামে বৃষ্টি !
বিচিত্রময় ভুবন জুড়ে
চলছে তারি রাজ
এসব দেখে কেনো মোদের
হয়না কোন লাজ !
হাসর মাঠে প্রভুর ডাকে
উঠবো মাটি ফেটে !
কান্নাকাটির রোল পড়িবে
স্বীয় আমলনামা দেখে !
সেই দিন শুধু সত্য মিথ্যার
হবে সকল প্রমাণ !
নিজ অঙ্গের সাক্ষ্যা দানে
হবে জান্নাত-জাহান্নাম !
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন