@বাবা@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৯ জুন, ২০১৮, ১২:৩০:২২ রাত
বাবা আমার সব
বাবা আমার ভুবন
বাবাহীন কে আছে বল
ভাবতে পারি আপন !
দুই অক্ষরে বাবা ডাক
কি যে সুখ মিলে !
বিষণ্ণতায় ছেয়ে যায়
বাবা আড়াল হলে !
আমি যখন ছোট্ট খুব
সেই থেকে আজ !
ক্লান্থীন বাবার নেই
তবুও কোন বিষাদ !
হাস্যজ্জল মলিন মুখে
নেই আগের মত রূপ
আনন্দ আল্লাত ভুলে গিয়ে
খুঁজেন মোদের সুখ !
বাবার বড়ই স্বপ্ন
কুরআন শিখে জীবন গড়ি
তবেই হবেন ধন্য !
মাদ্রাসায় ঘুরে ঘুরে তবু
হয়নি জানা লেশ
বিস্ময় বাবা এখন
কুরআনের হাফেজ !
এমন বাবা এধরায়
কয়জনের জুটে !
বাবা আমার প্রেরণা
দুঃখে ও সুখে ।
''গতকাল ১৭ই জুন, বিশ্ব বাবা দিবস ছিল ''
পৃথিবীর সকল বাবা জেনো বৃদ্ধাশ্রম নামক বন্দিশালা থেকে মুক্তি পেয়ে
জীবনের শেষ সময়টুকু প্রিয় সন্তানদের পাশে থেকে কাটা পারে এই কামনা করছি ।
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন