@বাবা@

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৯ জুন, ২০১৮, ১২:৩০:২২ রাত



বাবা আমার সব

বাবা আমার ভুবন

বাবাহীন কে আছে বল

ভাবতে পারি আপন !

দুই অক্ষরে বাবা ডাক

কি যে সুখ মিলে !

বিষণ্ণতায় ছেয়ে যায়

বাবা আড়াল হলে !

আমি যখন ছোট্ট খুব

সেই থেকে আজ !

ক্লান্থীন বাবার নেই

তবুও কোন বিষাদ !

হাস্যজ্জল মলিন মুখে

নেই আগের মত রূপ

আনন্দ আল্লাত ভুলে গিয়ে

খুঁজেন মোদের সুখ !

বাবার বড়ই স্বপ্ন

কুরআন শিখে জীবন গড়ি

তবেই হবেন ধন্য !

মাদ্রাসায় ঘুরে ঘুরে তবু

হয়নি জানা লেশ

বিস্ময় বাবা এখন

কুরআনের হাফেজ !

এমন বাবা এধরায়

কয়জনের জুটে !

বাবা আমার প্রেরণা

দুঃখে ও সুখে ।

''গতকাল ১৭ই জুন, বিশ্ব বাবা দিবস ছিল ''

পৃথিবীর সকল বাবা জেনো বৃদ্ধাশ্রম নামক বন্দিশালা থেকে মুক্তি পেয়ে

জীবনের শেষ সময়টুকু প্রিয় সন্তানদের পাশে থেকে কাটা পারে এই কামনা করছি ।

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385564
২০ জুন ২০১৮ সকাল ০৫:১৯
বাকপ্রবাস লিখেছেন : ভূবন-আপন, মিলে-হলে, আজ-বিষাদ এগুলো অন্ত্যমিল সমস্যা আছে, পরেরগুলোও একই অবস্থা, মাঝে অন্ত্যমিলও নেই। এসব ব্যাপারগুলো ভেবে ও দেখে লিখলে আরো সুন্দর হবে। সবচেয়ে ভাল হল ছোট ছোট ছড়া দেয়া, ছয় বা আট লাইন, তাহলে ছন্দ ঠিক থাকবে এবং লিখতে লিখতে হাত পাকা হবে।
২২ জুন ২০১৮ রাত ০১:১৩
317798
আব্দুল গাফফার লিখেছেন : জাজাকাল্লাহ প্রিয় মুহতারাম মনে থাকবে ইনশাল্লাহ Love Struck Love Struck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File