চল্লিশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৮, ০৩:০২:৩২ রাত
ধরেছে চুলে পাক
একে একে ঝাঁকে ঝাঁক
কলব লাগিয়ে আর ঢাকবেনা সে
পা দাঁড়িয়ে গেছে চল্লিশে।
খাবেনা আবুল তাবুল আর
মন যা চায় শুনবেনা তার
অলি গলির জানলায় আর তাকাবেনা সে
পা দাঁড়িয়ে গেছে চল্লিশে।
ভাববেনা আর আকাশ পাতাল
পান সিগারেট কিংবা হুইসকি মাতাল
হারাম খাবেনা আর হালাল খাবে সে
পা দাঁড়িযে গেছে চল্লিশে।
কাজে যাবে আর নামাজে
পেপার পড়বে আর টিভি না'যে
মনে মনে প্রস্তুতি নিয়ে রাখবে সে
পা দাঁড়িয়ে গেছে চল্লিশে।
বিষয়: বিবিধ
৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন