কারো বিরুদ্ধে উসকে দেয়া বা প্ররোচিত করা একটি জঘন্য অপরাধ (দরসে হাদীস)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৬ জানুয়ারি, ২০১৮, ০৩:৩৩:৩৩ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

কারো বিরুদ্ধে উসকে দেয়া বা প্ররোচিত করা একটি জঘন্য অপরাধ (দরসে হাদীস)



عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا، أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ

আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়।



The Prophet (ﷺ) said: Anyone who incites a woman against her husband or a slave against his master is not one of us.

সূত্র: সুনানে আবু দাউদ: ২১৭৫, তালাক অধ্যায়। আল মুসতাদরাক আলাস সহীহাইন(হাকেম):২৮৪৯ তালাক অধ্যায়; মু'জামুল আওসাত লিততাবরানী:১৮২৪, মুসান্নাফে আব্দুর রাজ্জাক:২০৯৯৪

আবু দাউদে এটি এইভাবেও এসেছে- مَنْ خَبَّبَ زَوْجَةَ امْرِئٍ، أَوْ مَمْلُوكَهُ فَلَيْسَ مِنَّا

(যে ব্যক্তি অন্যের স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা ক্রীতদাসকে তার মনিবের বিরুদ্ধে উত্তেজিত করে/ উস্কানি দেয় সে আমাদের দলভুক্ত নয়।) কিতাবুল আদাব: ৫১৭০

আলোচনা:

যে কোনো ব্যক্তিকে কারো বিরুদ্ধে উসকে দেয়া বা প্ররোচিত করা, কারো বিরুদ্ধে দ্বন্দ্ব বা ঝগড়া লাগানো, বিদ্রোহী করে তোলা,অথবা লোভনীয় বা অন্য কোনো উপায়ে কারো সম্পর্কের মাঝে ফাটল ধরানো খুবই মারাত্মক পাপাচার ও হারাম কাজ। আলোচ্য হাদীসে স্ত্রী এবং দাস-দাসীদের ব্যাপারে জোর দেয়া হয়েছে।

আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সাদাকাহর চেয়েও ফাযীলাতপূর্ণ কাজের কথা বলবো না? সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ পরস্পরের মধ্যে মীমাংসা করা। আর পরস্পরের মধ্যে ঝগড়া বাধানো ধ্বংসের কারণ। ( আবু দাউদ:৪৯১৯, তিরমিযী:২৫০৯, আহমাদ:২৬৯৬২)



হাদীসটি এই ভাবেও এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " مَنْ خَبَّثَ عَبْدًا عَلَى أَهْلِهِ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا ، فَلَيْسَ مِنَّا "

যে ব্যক্তি কোনো দাসকে তার মালিকের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়; আর যে কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে (প্ররোচনার দ্বারা)নষ্ট করে সে আমাদের দলভুক্ত নয়। (দেখুন-সহীহ ইবনে হিব্বান:৫৭৩,كِتَابُ الْْْبِِّر وَالإِحْسَانِ » بَابُ الصُّحْبَةِ وَالْمُجَالَسَةِ) সুনানুল কুবরা(বাইহাকী):১৫৩৩৫)



মুসনাদে আহমাদে এসেছে-

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من خبب خادما على أهلها فليس منا ومن أفسد امرأة على زوجها فليس هو منا

(মুসনাদে আহমাদ:৮৯১২)



সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম দোয়েল

বিষয়: সাহিত্য

৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File