অতৃপ্তি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৮, ০১:৩৩:৫০ রাত
হেঁটে হেঁটে পার হল সময়
আঁধার গেলনা আর
বুকে নিয়ে আমাদের প্রণয়
ডাকে বারংবার।
ছাড়িনি হাল তবু
শুকিয়ে গেছে নদী
যদি জল আসে কভূ
থেকে যাবে যদি।
একবুক যদি নিয়ে
চলে যাচ্ছে সময়
সুঁই সুতোয় জোড়াতালি দিয়ে
আমাদের প্রণয়।
বিষয়: বিবিধ
৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন