=-=- লুট -=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮:২৪ দুপুর



স্থাপনা গুড়িয়ে গুটিয়ে দেয়া হল অবৈধ দখলদার

এখন সে'টা বৈধ দখলদারের কব্জায়

কী সুন্দর মানিয়ে যায় সংসার সবলদার

হোক সে বৈধ কিংবা অবৈধ, দখলদার হলেই সজ্জায়।

কচু পাতায় শিশির জল টলমল, ঝিকমিক

সূর্যটা হাসে রোজ ভোর বেলা

হাওয়া এলেই চল চল ছুটে যাই দিকিবিদিক

শিশির আর বাতাসের এই খেলা।

লুট হয়ে যাওয়া টাকশাল, কালোটাকা

বৈধ হওয়ার পথ বাতলে দেয় সরকার

যেভাবেই হোক চায় তার ভাল থাকা

কিছু জঞ্জাল মুছে ফেলা দরকার।

সন্ধ্যায় ঘাসে বসেছিল প্রজাপতি

জায়গাটা ঘেরাও দিয়েছে দখলদার

যোগ বিয়োগ গুণ ভাগ সোজা অতি

সেখানে সুখের সংসার সবলদার।

বিষয়: বিবিধ

৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File