বাবা মাকে কষ্ট দেয়া হারাম!

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৯:৫২ সকাল

বাবা মাকে কষ্ট দেয়া হারাম!

হে প্রিয় সন্তান ভেবে দেখ মা-বাবাকে কষ্ট দিচ্ছ না তো?

এইযে তুমি আজ ফজরের নামায পড়লেনা অথচ তোমার মা-বাবা একান্ত ভাবেই চাচ্ছিলেন যে তুমি ফজরের নামায পড়। তারা তোমাকে নামাযের জন্য ডেকেও ছিল, কিন্তু তুমি উঠে নামায পড় নি! এতে কি তোমার মা-বাবা কষ্ট পায়নি?

হে প্রিয় সন্তান! তুমি যে ঠিক মত লেখা পড়া করছনা অথচ তোমার মা-বাবা তাদের সাধ্যমত তোমাদের সব চাহিদা পূরণ করছে তার পরেও কি ভাবছ তারা তোমার কারণে কষ্ট পাচ্ছেনা?

হে প্রিয় সন্তান! তুমি যে লুকচুরি করে মাতা-পিতার অপছন্দনীয় কাজ করছ আর ভাবছ, মা-বাবা টের পাচ্ছেনা, অথচ তারা সবই টের পাচ্ছে কিন্তু তুমি মনে কষ্ট পাবে বলে শক্ত করে কিছু বলছেনা।

তোমার এহেন আচরণে মা-বাবা কিন্তু ঠিকই কষ্ট পাচ্ছে অথচ মুখ খুলে কিছু বলছেনা বরং আল্লাহর কাছে দুয়া করছে,

'﴿وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا﴾

সূরা আল ফুরকানঃ৭৪) তারা প্রার্থনা করে থাকে, “ হে আমাদের রব ! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম৷”

তোমরা আচার আচরণে তাদের মনে যে কষ্ট দিচ্ছ এটা কি অপছন্দনীয় নয়? যদি অপছন্দনীয় হয় তাহলে মা-বাবার অন্তরের প্রশান্তি আর নিজের কল্যাণের স্বার্থে কি তোমার পাঁচ ওয়াক্ত নামায আদায় করা, নিজের পড়া লেখা ঠিক মত করা এবং লুকচুরি করে অপছন্দনীয় কাজ করা থেকে বিরত থাকা যায়নাা?

এস এবার একটা হাদীস জেনে নেইঃ

'আল্লাহ তা'আলা বাপ-মাকে কষ্ট দেয়া, কার্পণ্য করা, অন্যায়ভাবে অন্যের মাল দাবী করা, এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া তোমাদের জন্য হারাম করেদিছেন। এছাড়া তিনি অর্থহীন ও অপ্রয়োজনীয় কথা বলা, বেশি পরিমাণে চাওয়া এবং সম্পদ ধ্বংস করা তোমাদের জন্য অপছন্দ করেছেন'।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384542
০৮ ডিসেম্বর ২০১৭ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : ঈদের সময় মা চাইলো একটা শাড়ি আর বৌ চাইলো গলার হার। কিন্তু একজনকে দিতে গেলে আরেকজনকে হতাশ করা লাগবে । কি করা ?
০৯ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:০৬
317182
গাজী সালাউদ্দিন লিখেছেন : দুইজনকেই দিয়ে দিয়েন।
১১ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:২১
317196
আবু জারীর লিখেছেন : দুইজনকেই দিবেন। আমিতো বলব পরিবারের অন্য সদস্য যারা চায়নি তাদেরকেও দিবেন।
১১ ডিসেম্বর ২০১৭ রাত ১০:১০
317199
হতভাগা লিখেছেন : ভিক্ষে করে হলেও, কি বলেন ?
384548
০৯ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : লেখাটা ছোট হলেও ভালো হয়েছে। লেখাটা উঠতি বয়সী ছেলে মেয়েদের কাছে পৌঁছাতে পারলে ভাল হত
১১ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:২২
317197
আবু জারীর লিখেছেন : বড় লেখা অনেকেই অময়ের অভাবে পড়েনা তাই ছোট করে লেখার চেষ্টা করছি।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File