বিপ্রতীপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৪:৩৯ রাত



তুমি ভুলে যাও আমি ভুলে যাই

চল ভুলে যাই ভানগুলি

তুমি ছুড়ে ফেল আমি ছুড়ে ফেলি

জোরে ছুড়ে মারি ডাংগুলি।

তুমি ভাল থেকো আমি ভাল থাকি

চল ভাল থাকি দু'জনে

তুমি ভাল আছো আমি ভাল আছি

কি'যে ভাল আছি দু'মনে।

তুমি চলে যাও আমি চলে যাই

চল চলে যাই মঙ্গলে

তুমি ফিরে দেখ আমি ফিরে দেখি

আগাছা ভরেছে জঙ্গলে।

তুমি নেই পাশে আমি নেই পাশে

কেউ নেই পাশে আর

তুমি কেমন আছো আমি কেমন আছি

কেউ রাখিনা খবর তার।

বিষয়: বিবিধ

৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File