=-=-=লুট=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৯:০২ দুপুর
সাতটা ব্যাংক মূলধন খায়
আরো ব্যাংক আছে
তবে তারা হার মেনেছে
এই সাতের কাছে।
সরকার ভাবে আমার কী?
খিদে লাগলে খাবে
আমার কাজ লাইসেন্স দেয়া
যে খাবে সে পাবে।
এসব নিয়ে রাজনীতি
করার কি আছে?
যে শালারা ভাগ পায়না
সেই শালারাই নাচে।
আর কিছু গোবেচারা
আছে জনগণ
তাদের জন্যই এই সরকারের
কাঁদে ভীষণ মন।
টুকটাক লুট হবে
টুকটাক চুরি
উন্নয়নের রাজনীতিটাই
আসল জরুরী।
ভোট দেবেনা ভোট হবেনা
বাজে চিন্তা ছাড়ো
ভীশণটাকে মিশন করে
চুপ থাকলেই পারো।
বিষয়: বিবিধ
৫৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উন্নয়ন হচ্ছে!
মন্তব্য করতে লগইন করুন