আর কেঁদনা সুষমা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ অক্টোবর, ২০১৭, ১১:৪২:২২ সকাল
সুষমা কাঁদছে টিপটিপ বৃষ্টি
কেউকেউ খাচ্ছে ছোপছোপ মিষ্টি।
কেউকেউ হাসছে আহআহ ভাবটা
কেঁদোনা কেঁদোনা খেয়ে নাও ডাবটা।
সুষমা কেঁদনা বুঝে নিও নীতিটা
তোমাদের প্রতি নেই কারোকারো প্রীতিটা
কারোকারো রয়ে গেছে সন্দেহ তায়
দেখা যাক জল গিয়ে কোথায় গড়ায়।
সুষমা ভেবনা দেখে নিও ঠিকঠিক
মিলমিশ হয়ে গেলে হবে পিকনিক।
আমরা যারা গোবেচারা চাওয়া একটাই
শেষমেশ ফলাফলে জিতুক দেশটাই।
বিষয়: বিবিধ
৬২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন