কথিত সহীদের সহীহ ধোকাবাজিতে উম্মাহ আজ বিভ্রান্ত।

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ অক্টোবর, ২০১৭, ০২:৪৯:৩৪ দুপুর

কথিত সহীদের সহীহ ধোকাবাজিতে উম্মাহ আজ বিভ্রান্ত।

তারা কথায় কথায় তার বলে, মাজহাব মানিনা কুর'আন হাদীস আছেনা?

ভালো কথা, কুর'আন হাদীস থাকতে মাজহাব মানা আসলেই মূর্খতা।

তবে আমরা বেশীর ভাগ লোকইতো মূর্খ, এমতাবস্থায় কি করা?

এমতাবস্থায় কথিত সহীহদের কাছে গিয়ে সহীহ আমাল শিখতে হবে তাদের বক্তব্য শুনে, তাদের লেখা বা অনুদিত কিতাব কিনে পড়ে এই আরকি যা!

তার মানে সরাসরি কুর'আন আর হাদীস পড়তে হবেনা?

যদি কথিত সহীদের কাছেই যেতে হয় আর তাদের লেখে বা অনুদিত কেতাবই পড়তে হয় তাহলে ঈমাম আবু হানিফা (রঃ) কি দোষ করেছেন?

তিনিতো তাবেঈ ও যুগ শ্রেষ্ঠ ফকিহ ছিলেন। অন্যান্য ঈমামগণই বা কি দোষ করেছেন? তাদের ইলম এবং আমল কি কথিত সহীহ ধোকাবাজদের চেয়ে কম ছিল?

হে ধোকাবাজেরা পারলে কুর'আন হাদীসের আলোকে যুগ শ্রষ্ঠ ঈমাম ও ফকীহদের ফিকহী মাসায়ালার ভুল ধরিয়ে দিন আমরা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের ফতোয়া গ্রহণ করব, তবে এখতেলাফী বিষয়ে ভুলেও তাদের বিরোধিতা করবেন না। সাধারণ মুমিন মুসলমানেরা তা মেনে নিবেনা, কারণ আপনাদের অনেক ধোকাবাজী ও মিথ্যা প্রচারণা আজ প্রমাণীত আর ঈমামগ্ণনের ইলম ও জ্ঞানের ধারেকাছেও আপনারা না। তাই আপনাদের এখতেলাফ নিয়ে আপনারা থাকুন আর আমাদেরকে আমাদের মত থাকতে দিন। দয়া করে কাদা ছিটাবেন না

আপনাদেরকে সাধারণ মানুষ চিনেনা, সরকারী চাকুরী আর এসি রুমের লেকচার প্রায় ২০০ কোটি মুসলমানের কাছে পৌছে না।

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384198
১৪ অক্টোবর ২০১৭ রাত ০৮:১২
হতভাগা লিখেছেন : উনারা খলিফাতুল মুসলেমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহঃ) এর উন্মত।
১৫ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:২৫
316934
আবু জারীর লিখেছেন : আল্লাহই ভালো জানেন।
১৬ অক্টোবর ২০১৭ বিকাল ০৪:৫১
316947
ব্যাসদেব লিখেছেন : খলিফাতুল মুসলেমিন(???)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
384200
১৪ অক্টোবর ২০১৭ রাত ০৮:২৮
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ।
১৫ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:২৫
316935
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File