ডিম দিবস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ অক্টোবর, ২০১৭, ১০:৪৭:৪৩ রাত



তিন টাকায় ডিম, নিন দাদা নিন

ডিম দিবস এলে খেতে নেই শিম।

ডিম আছে হাসের ডিম আছে পাখীর

ডিম আছে নগদে আছে ডিম বাকির।

হুড়োহুড়ি হামলা আহা বেশবেশ বেশ

তিন টাকার ডিমে মধ্যম আয়ের দেশ।

ঘরে ঘরে চাকরী দশ টাকার চাল

কতো কী হবে স্বপ্নের ঘোর জাল।

হবে হবে সব হবে নির্বাচন আসতে দিন

হাসে দেবে মুরগী দেবে, দেবে ঘোড়ায় ডিম।

বিষয়: বিবিধ

৫৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384192
১৪ অক্টোবর ২০১৭ সকাল ১১:০৬
হতভাগা লিখেছেন : তিন টাকায় ডিম তিন ঘন্টায় নিন

হয়ে গেল ছুড়োছুড়ি তাক ধিনা ধিন দিন
১৪ অক্টোবর ২০১৭ সকাল ১১:৪৬
316928
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা হা হা
384195
১৪ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৩
আবু জারীর লিখেছেন : ১০টাকা সের চাল আর বিনে পয়সায় সারের মত ৩টাকায় ডিমের ফাকাবুলি দিয়ে আয়োজকরা পারপেতে চেয়েছিল কিন্তু শেষপর্যন্ত ধরা খেয়ে গেছে।
১৪ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:২০
316931
বাকপ্রবাস লিখেছেন : ডিম জনপ্রিয় করতে চাওয়ার কারণ হলো পুরো দেশকেই ডিম থেরাপী দেয়ার পায়তারা, ডিম ঘাটাঘাটিতে ১০ টাকার চালের কথাই মনে পড়ে গেল জাতির মনে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File