আঁধারের হাত ধরে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৭, ০৩:২৪:২৯ দুপুর

যদি ভুল করে কাশফুলে লেগে যায় হাত

পরশ ভেবে উষ্ণতায় ভেঙ্গে যায় ঘুম রাত।

যদি ভুল করে মনে পড়ে যায় সেইসব ঠুনকো স্মৃতি

তোমার আমার সম্পর্ক ছিল কিঞ্চিত, অসম প্রীতি।

যদি ভুুল করে, যদি ভুল করে গাড়ি ছেড়ে রিকশায়

কখনো তোমার শহরটা ঘুরতে মন চায়

রাস্তার পাশে টংঘরে চায়ের কাপে চুমুক; রাখতেই

চশমাটা খুলেমুছে ভ্রান্তির জট আমি নেই, আমি নেই।

যদি ভুল করে, যদি ভুল করে চিরুনিটা ফসকে পড়া স্মৃতির দোয়ার খুলে আগন্তুক এক নাড়বে কড়া

ত্রস্ত পায়ে আকাশ মেঘ দরজা খুুলে দেখা

এক মহাকাশ শূণ্যতা ডাকছে তোমায় একা।

এসবের নেই মানে ভেবেভেবে ঝেড়ে সব স্মৃতি

চেনা শহর আলো ঝলমল কিসের এতো ভীতি

যদি ভুল করে, যদি ভুল করে লোডশেডিং এর রাতে

অাধাঁর এক ধরে তোমার হাত যাবে নাকি তার সাথে?

বিষয়: বিবিধ

৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File