মানুষ আর কত নিকৃষ্ট হবে;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৫ আগস্ট, ২০১৭, ০৪:১৯:২১ বিকাল

হায়রে মানুষ দুনিয়ায় বড় সম্পদশালী হওয়া এবং নাম জস কামানোর জন্য এমন প্রতিযোগিতায় নেমেছে যার কারনে যে কোন জঘন্য কাজ করতেও দ্বিধা করে না।

এমন কি কাপড় খুলে উলঙ্গ হওয়ার ও দ্বিধা করছেনা।

নিকৃষ্ট পশুর চেয়েও নিচে নেমে গেছে।

আর এর বদৌলতে আল্লাহ্ গজব যা দেওয়ার দিচ্ছেন। এতে তারা ভীত নয় চিন্তাও নাই।

উপরন্ত গজবের মোকাবিলা করার ঘোষনা দেয়।

কিছু প্রচার মাধ্যম আছে তারা এগুলি ফলাও করে প্রচার করে, এদের কাজই খারাপ কর্মগুলি প্রচার করা।

তাদের মিশন হলো যুব সমাজকে অন্ধকারে ঠেলে দেওয়া, এতে সফলও হচ্ছে কিন্তু বাঁধা দেওয়ার কেউ নাই!

যে যত নিকৃষ্ট কাজ করতে পারে তাকে ততবেশী ফলাও করে তুলে ধরে এতে কিন্তু বাহবাও পাচ্ছে।

এই কাজ গুলি কি রাষ্ট্র ও সমাজ বিরোধী নয়??

এই অপকর্মগুলি দেখার দায়িত্ব কি সমাজ এবং রাষ্ট্রের নয়??

বিষয়: বিবিধ

৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File