জালনোট প্রতিরোধে নানামুখী সরকারি উদ্যোগ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ আগস্ট, ২০১৭, ০৪:৪৬:১৩ বিকাল



কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে দেশের জাল টাকার কারিগররা। তাই কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে জাল টাকার আতঙ্কও বাড়ছে। এ ধরনের ভোগান্তি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহসহ বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হবে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জোরালো মনিটরিং করা হবে। পাশাপাশি আসল নোট চেনার উপায় সংবলিত বিজ্ঞাপন সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে। জালনোট প্রতিরোধে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে পোস্টারিং করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে এটিএম মেশিনে টাকা ঢোকানোর আগে তা পরীক্ষা করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। এ বছর সারা দেশের বিভিন্ন পশুর হাটে ও শপিংমলগুলোর চাহিদা অনুসারে ৪৬০টি জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হবে। রাজধানীর ১৬টি পশুর হাটে সরবরাহের জন্য ১৮০টি মেশিন দেয়া হবে র্যারব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি)। বাকি ২৮০টি মেশিন দেয়া হবে রাজধানীর বাইরের পশুর হাটগুলোতে। এসব মেশিন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তদারকি করবেন। তবে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংকের কর্মকর্তারা তদারকি করবেন। এছাড়া বড় বড় দোকান মালিকদের নিজ উদ্যোগে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপনের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে জামিনে থাকা জাল নোট কারবারিদের ওপর রাখা হয়েছে বিশেষ নজর।



বিষয়: বিবিধ

৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File