আইনের শাসন ও স্বৈরাচার
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ আগস্ট, ২০১৭, ১১:২৮:২৬ সকাল
এক
প্রবাদের কথা হাকিম নড়েতো হুকুম নড়েনা,
স্বৈরাচারী সরকারে হচ্ছে বড়ই তুলোধুনা !
তাবেদার আওয়ামী স্বৈরাচারে ,
হাকিম ও হুকুম দুটোই নড়ে |
গণতন্ত্র,আইন মানার কে করে যন্ত্রনা !
দুই
ষোড়শ সংশোধনীর রায়েই হয়েছে চিচিং ফাঁক,
কাঁপছে বুঝি স্বৈরিণী আত্মা,করছে শুধু ধুঁক ধাক |
হাকিম, হুকুম সবই শেষ,
হায় আমার বাংলাদেশ !
আইন আদালত টিকেই থাক,স্বৈরাচার চুলোয় যাক |
বিষয়: বিবিধ
৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন