কন্ডেন্স মিল্ক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৬, ০২:৩৯:০৪ রাত



ছোট বেলায় খুব পপুলার ছিল ব্লুক্রস কন্ডেন্স মিল্ক। টিনের দুই দিকে দুইটা ছিদ্র করতে হতো। পিপড়া আসতো তায় বাটি বা থালাতে পানি রেখে তার মাঝখানে রাখতো হতো কৌটাটা। আমার বেলায় সেই প্রসেস কাজ হতোনা। চুরি করে খেতাম।

তারপর আসলো ড্যানিস এবং স্টারশিপ কন্ডেন্স মিল্ক। আমার কাছে ব্লুক্রসটাই ভালো স্বাদের মনে হতো।

এখন নিজেই বানাচ্ছি তবে খেতে ভয় লাগে। চিনি আর দুধের খেলা। আধা লিটার দুধে এক কাপ চিনি দিয়ে ননস্টিক পাত্রে জাল দিয়ে নাড়তে হবে। শেষের দিকে একটু ব্যাকিং সোডা দিলে কালারটা একটু সুন্দর হয়।



বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372549
২০ জুন ২০১৬ রাত ০৪:১৪
নাবিক লিখেছেন :
২০ জুন ২০১৬ সকাল ১১:৩১
309312
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন নাবিক সাহেব
372550
২০ জুন ২০১৬ রাত ০৪:১৬
কুয়েত থেকে লিখেছেন : চিনি আর দুধের খেলা ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জুন ২০১৬ সকাল ১১:৩২
309313
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck
372565
২০ জুন ২০১৬ সকাল ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওখানে ষ্টারশিপ আর ড্যানিস পাইলেন কই!!!
২০ জুন ২০১৬ সকাল ১১:৩২
309314
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
372567
২০ জুন ২০১৬ সকাল ১০:৪৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দুধ কতটুকু দিতে হবে বলেন নি। আধা লিটার পানি+এক কাপ চিনি + দুধ??
২০ জুন ২০১৬ সকাল ১১:২৫
309311
বাকপ্রবাস লিখেছেন : সরি ওটা দুধ হবে আধা লিটার, চোখে ঘুম ছিল তায় উল্টা পাল্টা হয়ে গেছে
২০ জুন ২০১৬ দুপুর ১২:৪৬
309316
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
372574
২০ জুন ২০১৬ দুপুর ০১:০০
আবু জান্নাত লিখেছেন : শেষ পর্যন্ত এটা কি বানালেন??? নামটা জানি কি দেওয়া যায়? Tongue Tongue Tongue Tongue Tongue
২০ জুন ২০১৬ দুপুর ০১:৫৯
309322
বাকপ্রবাস লিখেছেন : নামতো দেয়া আছে
372597
২০ জুন ২০১৬ বিকাল ০৫:৫৪
শফিউর রহমান লিখেছেন : খেতে ভয় লাগে কেন?

আসলেই কি শুধু দুধ আর চিনি দিয়ে কমার্শিয়াল কন্ডেন্স মিল্ক? হাবি-যাবি আর কিছু দেয় না? বিস্কুটের গুড়া ইত্যাদি?
২১ জুন ২০১৬ সকাল ১১:২৩
309426
বাকপ্রবাস লিখেছেন : বাজারেরগুলিতে দুধই থাকেনা, ঘরে বানালে দুধ চিনি আর বাটার অথবা ঘি দেয়া যেতে পারে একটু করে।
373112
২৫ জুন ২০১৬ রাত ০৮:০৮
শফিউর রহমান লিখেছেন : তাহলে থাকে কি?
২৫ জুন ২০১৬ রাত ০৯:১৭
309762
বাকপ্রবাস লিখেছেন : ভেজিট্যাবল ফ্যাট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File