কোন গন্তব্যে বাংলাদেশ ?

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ আবু মুছা ২০ জুন, ২০১৬, ০২:১৭:৩০ রাত

বাংলাদেশ কোন দিকে যাচ্ছে জানি না। আমাদেরও কি চীনের উইঘুরের মুসলমানদের মতো ভাগ্যবরণ করতে হচ্ছে যেখানে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের রোজা বা অন্যান্য ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সেই অবস্থা থেকে হেফাজত করুন। তবে পবিত্র রোজার মাসে কাউকে রোজা রাখতে না দেয়া, রোজা রাখতে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা, রোজাদারকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাকে গ্রেফতার করা, তাকে তারাবীহ ও অন্যান্য ইবাদত করতে না দেয়া, কিংবা তার ইফতার আয়োজন বন্ধ করে দেয়া সব কিছুই রোজার ইজ্জতের প্রতি অবমাননা। সংশ্লিষ্ট সকলের কাছে জোর আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে রোজার প্রতি এই অবমাননাকর আচরণগুলো বন্ধ করুন, অবিলম্বে।

.

‪#‎আলী_আহমাদ_মাবরুর‬।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File