অবাক হলাম আমি !!
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ আবু মুছা ২০ জুন, ২০১৬, ১২:১০:০৩ রাত
কিছুক্ষণ পূর্বে বাসায় ফিরছি। মেইন রোড থেকে মোড় নিয়ে ভেতরের রাস্তায় যখন ঢুকলাম, দেখি একজন বয়ষ্ক রিকশাওয়ালা একজন মুরুব্বিকে নিয়ে যাচ্ছেনন আর স্বশব্দে কিছু বলছেন। একটু খেয়াল করে শোনার চেষ্টা করে আমি তো বিস্ময়ে বিমূড় হয়ে গেলাম !!
একজন রিকশাওয়ালা ! তার মধ্যে এতো কিছু ? আমি প্রান ভরে বললাম আলহামদূলিল্লাহ। ইয়া আল্লাহ তুমি এই বাংলার আনাচে-কানাচে অতিসাধারণের মধ্যে ইসলামের এতো দরদ দিয়েছো। তোমার দ্বীনের এতো ভালো ইলম রেখেছো। মেহেরবানী করে এ দেশে তোমার দ্বীনকে নব্য জাহেলিয়াতের উপর নিরঙ্কুশভাবে বিজয়ী করে দাও।
রিকশাওয়ালা চাচা ঈমান বিষয়ক একটি হাদীস আরবীতে বলছিলেন আর সেটার তর্জমা বলে শোনাচ্ছিলেন !! হাদীসটি হলোঃ ঈমানের সঙ্গা দিতে গিয়ে রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ঈমান হলো (এক্বরার বিল লেছান) জিহ্বা দিয়ে পাঠ করা, (তাছদীক্ব বিল জেনান) হৃদয় দিয়ে বিশ্বাস করা, (আমল বিল আরকান) কাজে তা বাস্তবায়ন করা।
তো শুনলাম উনি বলছেন যে, এ তিনের সমষ্টি হচ্ছে ঈমান। কেউ মুখে ঈমান আনলো, কিন্তু কাজে তা বাস্তবায়ন করলো না তাহলে তো হলো না।আস্তে আস্তে রিকশা আমার থেকে দূরবর্তী হয়ে গেল। আমি কিছুক্ষন তাকিয়ে রইলাম।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন