বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ভারতের সরকারী চাকরী ওয়েবসাইটে!
লিখেছেন লিখেছেন ব১কলম ২০ জুন, ২০১৬, ০৩:৪৯:১৬ রাত
বিষয়টা উদ্বেগজনক হলেও সত্য যে ভারতের সরকারী চাকরী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। http://www.karmakshetra.org/ নামের ওয়েবসাইটটি মূলত ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকারী চাকরি বিজ্ঞপ্তি প্রচারের একটি ওয়েবসাইট । সেখানে দেখা যাচ্ছে ভারতের অন্যান্য চাকরীর সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তিও রাখা হয়েছে। http://www.karmakshetra.org/bd-army-sainik-recruitment/ ।
ভারতীয় ওয়েবসাইটে বাংলাদেশের স্বাধীনতা স্বার্ভৌমত্বের প্রতীক দেশ প্রেমিক সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি কে বা কারা প্রচার করছে সেটা অনেক বড় প্রশ্ন।
ওয়েবসাইটটিতে বাংলাদেশের আর অন্যকোণ নিয়োগ বিজ্ঞপ্তি রাখা হয়নি, সেনাবাহিনীটির ছাড়া ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যোগ্যতা হিসাবে ওয়েবসাইটের কোথাও লেখা নাই যে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। অনলাইন ও এসএমএসে দরখাস্ত করা যাবে।
অনেকেই এটাকে ভয়াবহ আলামত হিসেবেই দেখছেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কোন বিদেশী নিয়োগের সুযোগ নেই। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে প্রচারের দরকারও নেই। কিছুদিন আগে যমুনা টিভির এক প্রতিবেদনে দেখা যায় নাম, স্থানীয় পরিচয় গোপন করে শত শত পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে ।
বিস্তারিত দেখুন:Click this link
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্পেনের ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদো ভালই রাজ করতেছে । অন্যান্য টপ ক্লাবগুলোর অবস্থাও একই ।
শ্রী লংকান হাতুরাসিংহকে ২০১৯ পর্যন্ত রাখছে বিসিবি । দেশী টিমে বিদেশী কোচ খুব কমন একটা ব্যাপার । বিদেশীরা বরং আরও বেশী ডেডিকেটেড হয় যেহেতু তারা সেরকম পয়সাও পায় । ম্যানেজমেন্টও বিদেশীদের উপর ভরসা করে ।
মন্তব্য করতে লগইন করুন