----মন-----
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুন, ২০১৬, ০৩:১২:৩৩ দুপুর
মন যদি দোটানায় টানাটানি করোনা
থাক তবে তার মতো মিছে ডর ডরোনা।
দেখে নিও সময়ে সে হবে শান্ত
বিগড়ে যেতে পারে টানো যদি প্রান্ত।
ডানে যদি যেতে চায় যাবেনা সে বামে
দেখা যাক যেতে যেতে কোথায় গিয়ে থামে।
ডানবাম করে করে মিছে ঘাম ঘেমোনা
নিতে যদি চাই কেহ বল তাকে দেবোনা।
বুঝেশুনে দিও তবে তোমারই মনটা
দিতে পারো আমাকে মনেরই কোনটা।
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিগড়ে যেতে পারে টানো যদি প্রান্ত। ধন্যবাদ
ভাল লাগলো লিখাটি।
মন্তব্য করতে লগইন করুন