----মন-----

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুন, ২০১৬, ০৩:১২:৩৩ দুপুর

মন যদি দোটানায় টানাটানি করোনা

থাক তবে তার মতো মিছে ডর ডরোনা।

দেখে নিও সময়ে সে হবে শান্ত

বিগড়ে যেতে পারে টানো যদি প্রান্ত।

ডানে যদি যেতে চায় যাবেনা সে বামে

দেখা যাক যেতে যেতে কোথায় গিয়ে থামে।

ডানবাম করে করে মিছে ঘাম ঘেমোনা

নিতে যদি চাই কেহ বল তাকে দেবোনা।

বুঝেশুনে দিও তবে তোমারই মনটা

দিতে পারো আমাকে মনেরই কোনটা।

বিষয়: বিবিধ

৭৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370620
০১ জুন ২০১৬ দুপুর ০৩:৩৭
কুয়েত থেকে লিখেছেন : বেশ ভালো লাগলো লেখাটি মনে শান্তি থকলে সব কিছুতেই শান্তি দেখে নিও সময়ে সে হবে শান্ত
বিগড়ে যেতে পারে টানো যদি প্রান্ত। ধন্যবাদ
০১ জুন ২০১৬ দুপুর ০৩:৪৭
307506
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
370669
০১ জুন ২০১৬ রাত ০৮:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া।
ভাল লাগলো লিখাটি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File