Roseরমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের ১ম প্রথম পর্ব শুরু আগামীকালRose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০১ জুন, ২০১৬, ০২:৪০:২৯ দুপুর



আসন্ন মাহে রমাদান উপলক্ষ্যে সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ব্লগীয় আয়োজন স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।

যার উপর যে বিষয়ে যে তারিখে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, তিনি সে বিষয়ে উক্ত তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পোস্ট করবেন। যেদিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পোস্ট করবে, তার একদিন পর পরিচালক পোস্টকৃত লেখাগুলোর লিংকসমেত 'একের ভিতর অনেক' টাইপের পোস্ট দেবেন। পোস্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যদি পরিচালনা করতে কোন সমস্যা থাকে, তাহলে পরস্পরের সাথে অদল বদল করে নেবেন অথবা এমন কারো নাম সাজেস্ট করবেন, যাকে দিয়ে আপনার পরিচালনার কাজটি করিয়ে নিতে পারবেন।

আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেনই।

আর হ্যাঁ, সরকার ব্লগটি ব্লক করে দিয়েছে। যাদের ঢুকতে সমস্যা হয়, তারা গুগোল ক্রোমে ট্রাই করে দেখতে পারেন। তাতে কাজ না হলে নিচের লিংক থেকে চেষ্টা করুন।

Click this link

২ জুন

পরিচালক- গাজী সালাউদ্দিন


রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।

রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত

পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন

রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন

চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি

রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী

রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম


৮ জুন

পরিচালক- সন্ধাতারা


সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা

সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ

ইফতারের ফজিলত-তটরেখা

ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান

রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম

আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ

রামাদান কুরআন নাজিলের মাস- মিশু


১৪ জুন

পরিচালক- আফরা


রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা

যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম

তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ

গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা

রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে

জুমাতুল বিদা- জ্ঞানের কথা


২০ জুন

পরিচালক- দ্যি স্লেভ


মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা

প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন

ইতিকাপের ফজিলত- হক কথা

ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন

অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট


২৬ জুন

পরিচালক- আবু জান্নাত


রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী

রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই

রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার

রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি

চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম

যাকাতের ভূমিকা- সাদাচোখে


২ জুলাই

নূর আয়শা আব্দুর রহিম



প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা

রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন

রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর

শবে কদর- এলিট

সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন


তাহলে আগামীকাল সহ রোজার বাকী দিনগুলোতে আপনাদের সরব অংশগ্রহণ পাচ্ছি! আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।

আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।

এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।

খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।

বিষয়: বিবিধ

৩৭৩০ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370617
০১ জুন ২০১৬ দুপুর ০৩:০৯
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمةالله وبركاته. جزاك الله خيرا ভালো লাগলো অত্যান্ত গুরুত্বপূর্ণ উদ্ধেগ এই কুরআন নাজিলের মাসে ত্বকওয়া বৃদ্ধির জন্য এমন কর্মসুচীই কাম্যছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকল পরিচালকদের আন্তরি মোবারকবাদ এবং রমদান সকলের জন্য নিয়ে আসুক অনাবিল শান্তি এবং লাইলাতুল ক্বদরের তাৎর্পয্য সম্পর্কে সংযোগ করবেন।
০১ জুন ২০১৬ বিকাল ০৪:৩২
307509
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার ভালো লাগা জেনে খুশি হলাম।
আপনার কামনা সত্যি করতে পেরে আমরা আনন্দিত।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
307529
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া।

আপনার পরামর্শের জন্য জাজাকাল্লাহু। তবে বণ্টিত বিষয়বস্তু ছাড়াও প্রতিটি লেখক লেখিকার রমযান ভিত্তিক লিখাগুলোকে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ্‌।
370618
০১ জুন ২০১৬ দুপুর ০৩:২৩
আবু জান্নাত লিখেছেন : দক্ষ পরিচালক/পরিচালিকা দুজনকেই কেয়ারফুল থাকতে হবে। যদি তারা ব্যক্তিগত ইবাদাত নিয়ে ডুবে থাকে, তবে কিন্তু জাতির হাল-বেহাল হয়ে যাবে।
অনেক অনেক ধন্যবাদ
০১ জুন ২০১৬ বিকাল ০৪:৩৫
307510
গাজী সালাউদ্দিন লিখেছেন : রমজানে অন্য সময়ের মত কেয়ারফুল থাকা যাবেনা, এটাও কিন্তু আপনাদের মেনে নিতে হবে।
আমাদের আয়োজন সন্ধ্যা কেন্দ্রিক। তাই ব্যক্তিগত ইবাদত নিয়ে কেউ ব্যস্ত থাকবেনা।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জান্নাতের বাপ।
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
307528
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় আংকেলজ্বী। আগাম সতর্কবার্তা রাখার জন্য ধন্যবাদ। তবে আশাকরি মাহে রমযানের শিক্ষা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশকে সুষ্ঠু ও প্রশান্তিময় আচ্ছাদনে ঢেকে রাখার তাগিদ ও অনুভূতি আমাদের বিডি পরিবারের সকলের।

তাই উদাত্ত চিত্তে সবাইকে এগিয়ে এসে ত্রুটি বিচ্যুতি নিয়ে নয়, বরং কি শিখতে পেলাম আর কিভাবে নিজের জীবনে তার প্রতিফলন ঘটবে এই বিষয়গুলোকেই বেশী গুরুত্বের সাথে বিবেচনায় রাখার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ ।

শুধুমাত্র পরিচালক/পরিচালিকার উপর দায়িত্ব না রেখে সকলেই আমরা যেন সমভাবে আমাদের কাজগুলো ভাগ করে নিতে পারি এই প্রত্যাশা।

আমরা জানি সকলের আন্তরিক ইচ্ছা আছে তারপরও জীবন জিন্দেগীর অলঙ্ঘনীয় কিছু বিষয় যেন কিছুতেই উপেক্ষা করা চলে না।

বিষয়টি নিশ্চয়ই বিবেচনাপ্রসূতভাবে ক্ষমাযোগ্য হবে।
370625
০১ জুন ২০১৬ বিকাল ০৫:৩৩
ক্রুসেড বিজেতা লিখেছেন : সিদ্ধান্ত চুড়ান্ত - টুডে তে লিখিবনা এতো।
জুকারবার্গের ফেসবুক ই ভালো - ছড়িয়ে দিতে লিখার আলো ।।
ভালো থাকুন সর্বদা, ধন্যবাদ।
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
307512
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় হায়, সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে এমন হতাশার বাণী শুনতে হল!!!!
370654
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১১
শেখের পোলা লিখেছেন : সাথে আছি ইনশা আল্লাহ। লেখাও দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি নতুন পুরাতন সকল ব্লগার অংশ নিয়ে একে প্রাণবন্ত করে তুলবেন। ধন্যবাদ।
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
307513
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করুক।
আমাদের আশা আছে বলেইতো এই ধরণের আয়োজন করার সাহস পাই। প্রথম পর্বে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, তবে সম্ভব হলে উক্ত বিষয়গুলোর উপর একটা পোস্ট দিয়ে দেবেন।
আপনাকেও ধন্যবাদ জনাব।
370661
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোটভাই। আপনার নিরলস প্রচেষ্টা, মহতী উদ্যোগ ও প্রেরণা সবাইকে উৎসাহিত ও অংশগ্রহণে উজ্জ্বীবিত করবে ইনশআল্লাহ্‌।

অনুষ্ঠানগুলো পরিচালনায় সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ ও সেইসাথে কেউ বিশেষ কারনে অনুপস্থিত থাকলে আগ্রহী ভাই বোনদেরকে পাশে পাবার আকাঙ্ক্ষা রইলো।

আমি শেষের দশ দিন ছুটি নেয়ার ফলে কিছুতেই ৮ই জুন ফ্রি থাকতে পাচ্ছি না। তাই যে কোন ভাই বোনকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বানসহ বিনীত অনুরোধ জানাচ্ছি।
০২ জুন ২০১৬ রাত ১২:৫৯
307583
সন্ধাতারা লিখেছেন : ৮ই জুন পরিচালনার দায়িত্বভার আমার পরিবর্তে “হককথা” ভাইকে দেয়ার জন্য অনুরোধ রইলো। পোষ্টটিতে একটু সংশোধন করে দিয়েন প্লীজ!
০২ জুন ২০১৬ রাত ০৯:৩৪
307681
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপারে, এইবার সত্যিই আমি ফাপরে পড়ে গেছি! সবার কাছে ফাকিবাজ হয়ে যাচ্ছি, কিন্তু কি করবো। দুইদিন আমি বিছানা থেকে উঠতে পারিনাই। আজ ছিলাম খুব ব্যস্ত। ভাবলাম বাসায় এসে সময় দেব। রাস্তায় জ্যামে কেটে যায় দুই ঘণ্টা। আসার পর লোডশেডিং এর ভোগান্তিতে। মোবাইল যাচ্ছে বন্ধ হয়ে। আপা, প্লিজ আজ আপনি সামলান। আমি পারছিনা।
০২ জুন ২০১৬ রাত ০৯:৪৮
307687
সন্ধাতারা লিখেছেন : দুশ্চিন্তা করবেন না ছোট ভাই। আমরা সবাই সামাজিক জীব। তাই সুবিধা ও অসুবিধা থাকতেই পারে কিংবা জরুরী কিছু অকস্মাৎ ঘটতেই পারে। এতে ঘাবড়ানোর কোনই কারণ নেই। আমি এবং আমরা যতটুকু পারি সাধ্যমত সামলে নিবো ইনশাআল্লাহ্‌।

একমাত্র অন্তর্যামীই আপনার নিয়্যতের খবর ভাল জানেন এবং রাখেন। তাই ভয়ের কিছুই নেই। আপনি যা করছেন এক কথায় অনুপম, অতুলনীয়। জাযাকাল্লাহ।
370672
০১ জুন ২০১৬ রাত ০৮:৩৯
আরাফাত হোসাইন লিখেছেন : i want to participate also, can't i?
০১ জুন ২০১৬ রাত ০৯:০৪
307535
সন্ধাতারা লিখেছেন : Salam brother. Your participation must be appreciable. Jajakallahu khair.
370674
০১ জুন ২০১৬ রাত ০৯:৪৬
রাজ্পুত্র লিখেছেন : বুঝলামনা!
শুধু কি আপনারাই লিখবেন? নাকি সবাই লিখতে পারবে?
০১ জুন ২০১৬ রাত ১০:০০
307547
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া। বিডি পরিবারের সকলের জন্য এ মহান দ্বার শুধু উন্মুক্তই হয়, কাঙ্ক্ষিত।
০২ জুন ২০১৬ রাত ১০:০৬
307694
রাজ্পুত্র লিখেছেন : ধন্যবাদ।
370691
০১ জুন ২০১৬ রাত ১১:৪২
আরাফাত হোসাইন লিখেছেন : i want to write about economic impact of ramadan
০২ জুন ২০১৬ রাত ১২:২৪
307576
সন্ধাতারা লিখেছেন : You are most welcome brother. Jajakallahu khair.
370693
০১ জুন ২০১৬ রাত ১১:৫২
আফরা লিখেছেন : সরি, সরি , আমি পরিচালনায় থাকব না ।তবে ১/২ লিখা দেওয়ার চেষ্টা করব । ইনশা আল্লাহ !
০২ জুন ২০১৬ রাত ১২:২৫
307577
সন্ধাতারা লিখেছেন : হায় হায় আফ্রামণি বলে কি??!!
১০
370698
০১ জুন ২০১৬ রাত ১১:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অপেক্ষায় আছি।
১১
370700
০২ জুন ২০১৬ রাত ১২:০৪
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ এটাকে সফল করুন
১২
370707
০২ জুন ২০১৬ রাত ০২:২৭
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : আমিন,ছুম্মা আমিন,, কোন একটি বিষয় সিলেক্ট করতে পারলে লিখার চেষ্টা করব।
আল্লাহ্‌ আপনাকে উত্তম জাযা দিক।
১৩
370708
০২ জুন ২০১৬ রাত ০২:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : ইনশাল্লাহ সাথেই আছি । অনেক ধন্যবাদ
০২ জুন ২০১৬ দুপুর ১২:৪৫
307626
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি জানিতো, আপনি সাথেই আছেন।
আপনাকেও অনেক ধন্যবাদ হে প্রিয়
১৪
370734
০২ জুন ২০১৬ দুপুর ১২:৩৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইন শা আল্লাহ্‌ সাথে আছি থাকবো।
জাজাকাল্লাহ
০২ জুন ২০১৬ দুপুর ১২:৪৩
307625
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ আপনাকে থাকার তাওফীক দিন। আমিন
জাযাকাল্লাহু খাইর
১৫
370767
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সাকা ভাইয়া একত্রিত হওয়ার সময়টা দুপুরের পরে দিলে ভালো হতোনা? কারন বাংলাদেশের সাতটা মানে মদিনার আসরের টাইম, আর এরপর রান্নার প্রস্তুতি। ঘরে ইফতার করেই আমরা ছুটি মসজিদে নব্বীর দিকে এশা ও তারাবীহ পড়ে বাসায় আসতে আসতে এখানের রাত একটা কি দেড়টা। এখানে রাতে কেউই ঘুমায় না। রাতের ইবাদতও সাহরী তারপর ফজর পড়ে ঘুম জুহুরের পূর্বপর্যন্ত। দেখেন চেষ্টা করে নয়তো চেষ্টা করবো অল্প সময় হলেও থাকতে। জাযাকুমুল্লাহ।
০২ জুন ২০১৬ রাত ০৯:৩৬
307682
গাজী সালাউদ্দিন লিখেছেন : পরের ধাপে আপনার পরামর্শ বিবেচনা করা হবে। সন্ধাতারার মন্তব্যে চোখ রাখুন
১৬
370768
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সম্মানিত মডারেটর বৃন্দের প্রতি আবেদন থাকবে এই পোস্ট যেন স্টীকি করা হয়। জাযাকুমুল্লাহ।
১৭
370771
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুহতারাম, আপনারা কে কোথায় আছেন?
০২ জুন ২০১৬ রাত ০৯:৩৬
307684
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা আছিও
০২ জুন ২০১৬ রাত ১০:৪৭
307707
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবিওতি পোলাপাইনের একটু দেরিই হয়, কারণ তারা এদিকওদিক তাকাইতে তাকাইতে যথাসময়ে উপস্থিত হতে পারেনা....হা হা হা
১৮
370791
০২ জুন ২০১৬ রাত ০৮:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সাকা ভাইয়া আপনি কোথায়? আর কে কোথায় কোন পোস্টে আছেন জানান দেন। স্যরি ভাইয়া আপনাদের কাউকেই পাচ্ছিনা। এবার উঠতে হবে আমাকে মাঝে মাঝে এসে দেখবো ইনশা-আল্লাহ। সাকা ভাইয়া কোথায় হারালেন????????????????????????????
০২ জুন ২০১৬ রাত ১০:২৭
307704
সন্ধাতারা লিখেছেন : আমরা সবাই আছি আপু। কেউই হারিয়ে যায়নি। আমরা একত্রিত হবো একথা বা সিদ্ধান্ত হয়নি। সবগুলো লিখা লিঙ্কের মাধ্যমে একটি পোষ্টে পরে একত্রিত করা হবে। সেটাই গাজী ভাই আগাম সবাইকেই জানিয়ে দিয়েছিলেন। আশাকরি বুঝতে আর অসুবিধা হবে না। সময়মত সবকিছুই পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
১৯
372088
১৫ জুন ২০১৬ রাত ১১:৪৩
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : ইনশাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File