তাবাচ্ছুমের আবদারগুলো (আবদার-৭)
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৩ মে, ২০১৭, ১০:৫০:৪৭ সকাল
“এই শুনছেন, ওঠেন না একটু”। আজ চিরায়ত স্টাইলে না জাগিয়ে ধাক্কা দিয়ে জাগায়। চোখে কাঁচা ঘুম। বলি, “এমন করছো কেন, কি হয়েছে বল”! “একটা দুঃস্বপ্ন দেখেছি, শরীর কাঁপছে”। তাবাচ্ছুম বলে।
পরম মমতায় বুকে টেনে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি, “এইবার বল কি দেখেছো স্বপ্নে”।
“আপনি বাইরে কোথাও ঘুরতে গেছেন। ফিরে আসার পর দেখি আপনার গালে দাঁড়ি নাই। আপনার এমন অধঃপতন দেখে ঘৃণা, লজ্জা, কষ্টে আমার রাগ চরমে ওঠে। প্রচন্ড ক্ষেপে যাই আপনার উপর। এতোটা রাগান্বিত ইতিপূর্বে কখনো হইনি। ছাপ ছাপ বলেই, এক মুহুর্তের জন্যও আপনার সাথে আর থাকা সম্ভব নয়। এই বলে তল্পিতল্পা ঘুছিয়ে বাপের বাড়ির দিকে পা বাড়াই, তারপর আপনার কনুয়ের খোঁচায় ঘুম ভেঙ্গে যায়”। এক নিঃশ্বাসে বলা শেষ করে আমার বউ। বড় বড় নিঃশ্বাসে বুক তখনও দ্রুত গতিতে ওঠানামা করছে।
“আপনার গালে দাঁড়ি আমার গর্ব, অহংকার। স্বপ্নে আপনি দাঁড়ি সেইভ করেছেন দেখে আমার কলিজা ভেঙ্গে গেছে। একটা কথা কি, আপনাকে দাঁড়িতে অনেক বেশি সুন্দর দেখায়। এগুলো আমার চক্ষু শীতল করে। আমি খুবই সন্তুষ্ট তাতে। তাই কথা দেন, এ আবদারটুকু রাখেন, জীবনে কখনও দাঁড়ি কামাবেন না! বলে উত্তরের আশায় চেয়ে থাকে।
তাবাচ্ছুম যখন আমাকে কোনো সিরিয়াস কথা বলে, তখন মাথার দুই পাশে কানে হাত বুলিয়ে সম্পূর্ণ মনোযোগ তার দিকে নিবদ্ধ করিয়ে তবেই বলে। কথা সিরিয়াস, বলার ধরণ বাচ্ছাদের মত খুবই সহজাত, তাই মনে বারবার দুষ্টমি খেলে যায়। ভালোলাগায় হৃদয় পরিপূর্ণ হয়ে যায়।
তাবাচ্ছুমের এমন ব্যতিক্রমধর্মী আবদার শুনে আগেবে আপ্লুত হয়ে পড়ি। বুকে জড়িয়ে রাখি অনেকক্ষণ। বার কয়েক আলহামদুলিল্লাহ্ পড়ে আল্লাহ্র নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি।
মাথাটি তুলে ধরে চোখে চোখ রেখে মিষ্টি হেসে বলি, “আবদারটি পূরণে তোমার ‘সোনাবাবু’ আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবে, ইনশা আল্লাহ্”।
উপরের পাটির সবক’টা দাঁত বের করে দিয়ে চোখে মুখে বাঁধহীন আনন্দের প্রকাশ ঘটিয়ে গাল দুটো টেনে ধরে বলে, “সত্যি”?
“হ্যাঁ, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি”। ত্বরিত জবাব দেই।
একথায় বউয়ের মাঝে যে খুশি দেখেছি, আমার পক্ষে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আল্লাহ্র কাছে মিনতি, আমার বউয়ের রুচিগুলো এমনই চমৎকার হয়ে থাক চিরকাল..............................
বিষয়: বিবিধ
১৫৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরম মমতায় বুকে টেনে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি, “এইবার বল কি দেখেছো স্বপ্নে”।
কপালে চুমু খেয়ে জড়িয়ে রাখি বুকে অনেকক্ষণ।
বুক থেকে মাথা তুলে দাঁড়ি দিয়ে গালে খোঁচা মেরে নাকে নাক ঘষে বলি, “আবদারটি পূরণে তোমার ‘সোনাবাবু’ আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবে,
এই কথা গুলো পাবলিক প্যালেসে প্রকাশ করাটা ভালো মনে হয় না। হাদিসেও নিষেধ আছে।
লেখাটি কিন্তু কাল্পনিক। বাস্তব অভিজ্ঞতা শেয়ার নয়, অর্থাৎ ঘরের কথা বাইরে আনা হয়নি।
কেমন আছেন ভা?
ভাই আমি আপনার তাবাচ্ছুমের আবদার সিরিজের নিয়মিত পাঠক আমি, হঠাত্ করে এই সিরিজের আর কোনো লেখা দেখি প্রকাশিত করছেন, আমি নিয়মিত আপনার লেখা গুলি পড়ি পাসওর্য়াড ইউজার নেইম ভুলে যাওয়ার কারণে আপনার লেখা কোনো মন্তব্য করতে পারিনি, খুবই কস্ট লাগতো ভাই যখন পড়ে মন্তব্য করতে পারতাম না, যাই হউক আপনার এই সিরিজটি বন্ধ কেন ভাই?
মন্তব্য করতে লগইন করুন