বিয়েটা আমি করেই ফেলেছি
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৬ এপ্রিল, ২০১৭, ১২:২১:১৮ দুপুর
আলহামদুলিল্লাহ্।
বিয়ে বিয়ে বিয়ে। বিয়ে নিয়ে কত কথা, লেখনী, বাকযুদ্ধ, যুক্তিতর্ক, পরামর্শ-উপদেশ, প্রচার প্রচারণা, স্বপ্নে বিভোর হয়ে থাকা। অতঃপর সবকিছুর ইতি টেনে আল্লাহ্র অশেষ মেহেরবানীতে উপযুক্ত পাত্রীর সাথে বিবাহ বন্ধনে হয়েছি ১৭/০৪/২০১৭ ইং তারিখে।
সবার আমাদের জন্য দুয়া করবেন, এই কামনা।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ভালোবাসা সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিলাম।
উর্বর সময়টুকুকে শতভাগ তাকে দিতে নেটওয়ার্কের বাইরেই ছিলাম বলা চলে। তাই কিছুটা বিলম্ব।
আপনার কামনা আল্লাহ্ কবুল করুন।
ছুম্মা আমিন
দুঃখিত, সময়মত জানাতে পারিনি।
শুকরিয়া ভাই
আল্লাহ্ কবুল করুন।
মেয়ে দেখা থেকে শুরু করে বিবাহের আনুষ্ঠানিকতা, সব কিছু নিয়ে একটা ব্লগ লিখবেন।
আপনার দুয়া আল্লাহ্ কবুল করুন।
অভিনন্দন প্রিয় ভাই।
আল্লাহ দীর্ঘায়ু করুন আপনাদের।
আমিন
আমাদের জন্য আপনার আন্তরিক দুয়া আল্লাহ্ কবুল করুন। আমিন
আবার একটু কষ্ট দিলাম!
মন্তব্য করতে লগইন করুন