মে দিবসকে "আন্তর্জাতিক শ্রমিক দিবস" ঘোষনা করা যুক্তি যুক্ত;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৫ এপ্রিল, ২০১৭, ০৭:৩৭:৫৪ সন্ধ্যা
১লা মে বল্লে সবাই এই দিনটির আসল মর্ম বুঝে না।
যেমন ১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, ১লা জানুয়ারী ইংরেজী বছরের প্রথম দিন বুঝায় এবং সবাই সহজেই বুঝে।
কিন্তু ১ মে আসলে কি? তার মর্ম উপলব্দি হয়না।কি কারনে দিনটি পালন করা হয় তাও অনেকের কাছে স্পষ্ট নয়। শ্রমিক দিবস নামটি জিজ্ঞাসা এবংব্যাখ্যা করে বুঝানোর দরকার হয়।
১লা মের সেই ইতিহাস জানার আগ্রহ সবার হয় না, এটা নিছক একটা দিন হিসাবে পালিত হয়।
অতিতের ঘটনা স্বরণে কিছু ঢাক ঢোল পিটিয়ে হৈ হুল্লোর করে দিনটি উৎযাপন করা হয়।
কিন্তু ১ লা মেকে যদি "আন্তর্জাতিক শ্রমিক দিবস" হিসাবে পালন করা হয় তাহলে ব্যাখ্যার অপেক্ষা লাগবে না ১মে কি জন্য পালন করা হয়।
এছাড়া ১ মের ঘোষনা তাদেরই দেওয়া যাদের বিরোদ্ধে শতবছর আন্দোলন করে শ্রমিকের বুকের রক্ত ঝরাতে হয়েছিলো।
তারা শ্রমিকদের গুলি করে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেও যখন আন্দোলন থামাতে ব্যর্থ হলো তখন সামান্য দাবী মেনে নিলো।
দৈনিক ৮ ঘন্টা কার্য সময় নির্ধারন করা হলো।
প্রশ্ন হলো এতেই কি সব শ্রমিকের দাবী পূরণ হয়েছে???
এখনও অনেক শ্রমিক ১৬-১৮ ঘন্টা ডিউটি করে,তেমন কোন সুযোগ সুবিধাও নাই, আবার নির্যাতিতও হচ্ছে।
যারা বিভিন্ন দোকানে,হোটেলে কাজ করে তাদের কার্য মসয়ের কোন বেশ কম হয়নি।
এমন আরো অনেক শ্রমিক আছে এখনো তারা নির্যাতিত, অবহেলিত,শোষিত।
কিছু সংখ্য শ্রমিকের মাত্র উপকার হলো, যারা অফিস বা কারখানায় কাজ করে।
তারাও শোষিত ও নির্যাতিত এর প্রমান আমরা পাই বিভিন্ন সময়।
তারা জানতো আবার আন্দোলন দানা বাঁধতে পারে তাই শান্তনা দেওয়ার জন্য ১ মে ঘোষনা করা হলো উৎযাপনের জন্য, "শ্রমিক দিবস " ঐয্য রেখে যাতে সবাই এর আসল মর্ম হারিয়ে যায় হয়েছেও তাই।
আজ উপলব্দিতে এসেছে সকলের এই দিবসটি "আন্তর্জাতিক শ্রমিক দিবস " হিসাবে পালিত হওয়া দরকার,
তাহলেই যথার্থ হবে।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন