আরো ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ জুন, ২০১৬, ০৩:৫৯:১১ দুপুর
দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। কলকারখানা ও কৃষি খাতে সেচের মৌসুমে বিদ্যুতের একটা চাহিদা থাকে। আর এ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন যাতে ব্যাহত না হয় কিংবা উৎপাদিত বিদ্যুতের পরিমাণ সন্তোষজনক থাকে সেই লক্ষ্যে সরকারের পরিকল্পনার শেষ নেই। সরকার নতুন করে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা তৈরি করছে। আমদানি করা জ্বালানির ওপর নির্ভর করে করা হচ্ছে এই পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী ২০৪০ সালে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হবে ৬৩ হাজার ৬০০ মেগাওয়াট। প্রতিবছর গড়ে ৮ শতাংশ করে চাহিদা বাড়বে। সেই লক্ষ্য পুরনের অংশ হিসেবে দেশে নতুন করে আরো ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার। সারা দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া ও গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২৫ লাখ গ্রাহকের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে বিতরণ লাইন নির্মাণে মোট ব্যয় হবে এক হাজার ২২৮ কোটি টাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন সারা দেশে ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। আগামী ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে আরইবি। এর আগে ২০১২ সালে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ১৮ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ এবং গত বছর তিনটি প্রকল্পের মাধ্যমে আরো ১১ লাখ ৪৫ হাজার নতুন গ্রাহকের জন্য বিদ্যুতের খুঁটি ও লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমান সরকারের আমলে ৫৬ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিতরণ লাইন নির্মাণের কাজ অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলোর কাজ এখনো চলছে। আরইবি এখন সারা দেশে দেড় কোটি মানুষকে সেবা দিচ্ছে।
বিষয়: বিবিধ
৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন