- টাক সমাচার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ এপ্রিল, ২০১৬, ০২:৩৫:৫৬ দুপুর

আমাদের কাকাবাবু টাক নিয়ে ব্যস্ত

ডজন খানেক কবিরাজ তার উপর ন্যস্ত।

লিকলিকে তেল মাথায় রোদ পড়ে যখনি

বাহঃ কতো ফাইন লাগে তুমিতো ভাই দেখনি।

কাকাবাবু হেঁটে যায় গলির ঐ মোড়টায়

দুটো কাক বসেছিল কারেন্ট এর তারটায়।

রোদ এর তেজ দেখে দিল টিপ ছাতাতে

তার আগেই টুক করে সেরে গেছে মাথাতে।

ছোপছোপ স্যাতস্যাতে গেল মন বিগড়ে

গালাগাল দেবে কাকে প্রাণটাকে নিগড়ে।

ছেঃছেঃ করে আর হাতে নিয়ে ঢিলটা

যেই ছুড়ে মেরেছে উড়ে গেল দিলটা।

বুয়াটা উঠেছিল ছাদে শাড়ি শুকাতে

কান ঘেষে কি যেন চেয়েছিল ঠুকাতে।

মুখে যা আসে তা ঢেলে দিল গালিতে

কাকাবাবুর মুখখানা ঢেকে যায় ছালিতে।

হনহনে ছুটে এসে বাজারের থলিটা

ছুড়ে মেরে তাকায় সে পেছনের গলিটা।

যা হবার হয়ে গেছে টের কেউ পায়নি

রাগে ক্ষোভে কাকাবাবু দুইদিন খায়নি।

ভেবেচিন্তে বুঝ পেল অপয়া টাকটাই

শুরুতেই বাগড়া শুভকাজে যদি যায়।

তাইতো ঠিক হলো টাকে চাই চুলটা

কবিরাজ দল এসে খুলে নিল খোলটা।

দিনরাত খেটেমেটে যেই খোল লাগাল

কাকাবাবু আয়নাতে বার দুই তাকাল।

কে সে? কোথা হতে এলো এই ঘাড়টায়

ঘুরেফিরে আয়নায় নিজেকেই চেনা দায়।

তুলে নাও ঝোপঝাড় ফিরিয়ে দাও টাকটা

কাকাবাবু চেচেমেচে দিয়ে যায় হাঁকটা।

শেষমেষ তাই হল টাকেরই হল জয়

মিছেমিছি শ্রম আর পয়সার অপচয়।

টাক যদি হয় কারো ভেবোনা অতসব

হাসিমনে মেনে নিয়ে করে যাও উৎসব।

কাকা বাবু হেঁটে যায় আর তার টাকটা

কা কা হেঁকে যায় তারে বসে কাকটা।

আবার সেই রোদ পড়ে তেলতেলে টাকটায়

কি দারুণ লাগে ভাই দেখে যাও এসে তায়।

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366795
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৪
ক্রুসেড বিজেতা লিখেছেন : চমত্কার প্রকাশ - বাকপ্রবাস,, মুগ্ধতা নিবেন -ধন্যবাদ অশেষ ।
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৪
304396
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
366798
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫২
আবু তাহের মিয়াজী লিখেছেন : বাহ! দারুণ মনোমুগ্ধকর কবিতা। কবির সফলতা কামনা করছি।
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৪
304397
বাকপ্রবাস লিখেছেন : Ji Apnar o
366800
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৫
304398
বাকপ্রবাস লিখেছেন : Dhonnobad Janben Khub kore
366808
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি
হাসতে হাসতে মরি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৬
304399
বাকপ্রবাস লিখেছেন : Oalikum Assalam, khub kore dhonnobad roilo kinto
366809
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০২
নকীব কম্পিউটার লিখেছেন : আপনি অত লম্বা ছড়া লিখতে পারেন?
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৬
304400
বাকপ্রবাস লিখেছেন : shobshomoi parina, maze maze pariTongue
366813
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৪
আফরা লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৭
304401
বাকপ্রবাস লিখেছেন : কাকা বাবু লিখেছি অনার্স পড়ার সময়, যে ডায়রীতে লিখা ছিল সেটা হারিয়ে গেছে, পরে সোনার বাংলা ব্লগে আবার লিখেছে কিন্তু ধরন পাল্টে গেছে, সরকার সেই ব্লগ ব্যান করে, তখন আবার হারাল, কিন্তু ছড়াটা প্রিয় ছিল, তাই আবার লিখলাম এবং এবার আবারো ধরন পাল্টে গেছে
366848
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চুপ!! উনি পিআইজদি খায়!!
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৩
304403
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File