পাঠ প্রতিক্রিয়া : 'দীঘলরাতের শেষে'
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ এপ্রিল, ২০১৬, ০২:২১:৫৫ দুপুর
বইয়ের নাম : 'দীঘলরাতের শেষে'
লেখক : কবি সাংবাদিক 'কাশফুল সাহিত্য'
সম্পাদক জনপ্রিয় প্রবাসী কবি মোহাম্মদ এনামুল হক'
প্রকাশনা : 'ইনভেলাপ পাবলিকেশন্স'
প্রচ্ছদ : 'শিল্পী আফসার নিজাম'
মুদ্রিত মূল্য : ৭৫ টাকা।
------------------------
উপহার হিসেবে কাব্যগ্রন্থ পেলে, আমার তো মনে হয়, এইতো কাব্যগ্রন্থ না যেন আকাশের চাঁদ হাতের মুঠোয় পেলাম। ভাবতেই এক অভূতপূর্ব শিহরণ জাগে 'দুই হাতে যেন চাঁদ তাঁরা'! কবির কাব্যগ্রন্থটি হাতে নিয়ে হৃদয়ে সীমাহীন ভাবনার কলিগুলো ঊর্মিমালা সুর বইতে লাগলো।কৌতূহলপ্রবণ আমোদী জিজ্ঞাসু প্রাণের মানুষের জ্ঞানের ছোঁয়ায় তৈরি হয়েছে হৃদয়ের অাঙিনায়। যখন কাব্যগ্রন্থ বইটি পড়ি তখন লেখকের নাম মনের মাঝে বারবার ভাসতে থাকে। বইটির ভাজে- ভাজে অঙ্কিত হয়ে রয় উপহারদাতার নাম ।
'দীঘলরাতের শেষে' কাব্যগ্রন্থ বইটির রিভিউ আগেও একবার লিখেছি। প্রশ্ন জাগতে পারে এখন আবার কেণ লিখলাম। গত কয়দিন আগে সুহৃদয় বাকপ্রবাশ ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম 'কবি মোহাম্মদ এনামুল হক মানিক বিডি টুডে ব্লগার আমাদের একজন সহযাত্রী।
এই কথা শুনে 'দীঘলরাতের শেষে' কাব্যগ্রন্থটি আবারো হাতে নিয়ে এমন ডুব দিলাম যে, এক নিমেষেই দীঘি পার হয়ে গেলাম। এক নিমিষে শেষকরে পেললাম। বইটি আমাকে মুগ্ধ করেছে।
কাব্যগ্রন্থে কবি জীবনের বিভিন্ন বিষয়কে কাব্যিক ভাষায় উপস্থাপন করেছেন। কবি সরল চিন্তার মানুষ। যাকে আমরা বলি, মাটির মানুষ। কাব্যগ্রন্থটি পড়ে বুঝতে পারি, প্রাকৃতিক নিয়মকে আত্মস্থ করা এবং এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে, তাকে গ্রহণ করে উন্নত জীবনগড়া। যাকে আমরা বলতে পারি, অসাধারণ চিন্তা। অসাধারণ চিন্তার মধ্যে থাকে মানুষের কল্যাণ, মানুষের জীবন ব্যবস্থা। মানুষের মননের উৎকর্ষতা। সেই অসাধারণ কে সাধন করে, কবির কবিতার পরতে পরতে বিদ্যমান করেছেন।
যেমন নিপুণ শব্দের কারুকাজে এঁকেছেন ব্যর্থতার কথা, এঁকেছেন পাওয়া না পাওয়া, সুখ-দুঃখ, হাসি-আনন্দ ও সোনালী সাফল্যের অমীয় বাণী।
যেমনঃ
কেয়াবন পুড়ে গেছে হিংসার আগুনে
ফুল আর ফুটবেনা আসন্ন ফাগুনে।
মৌমাছির আনাগোনা থেমে গেছে বনেতে
ব্যথা আছে বেশুমার পাখিদের মনেতে
অথবাঃ
চিতাবাঘ ঘুমপাড়ে হরিণের আদরে
শুকতরা ঢাকা পড়ে কুহকের চাদরে।
পেঁচা রাত নিশিতে
ঘৃণা ঢালে শিশিতে
পাউরুটি ভাগ করে সুচতুর বাদরে।
অথবাঃ
যাচ্ছে চলে জীবন থেকে শনি রবি সোম
গলেগলে পড়ছে সময় যেমন গলে মোম
ভাঙছে সদা সময়নদী ভাঙছে মহাকাল
পথের বাঁকে বসে কাঁদে বিপন্ন সকাল।
সুপ্রিয় ব্লগের ভাইবোনেরা,এরকম মজার মজার সব কবিতা দিয়ে সাজানো হয়েছে এবারের একুশে বইমেলা ২০১৬ ইং এ প্রকাশিত সাড়া জাগানো দ্বিতীয় কাব্যগ্রন্থ "দীঘল রাতের শেষে"।নজরকাড়া প্রচ্ছদ ও ঝকঝকে ছাপার সাদা কাগজের বইটি দেখলেই যে কারো মন কাড়ে। উল্লেখ্য, ২০১৫ ইং এর একুশে বইমেলায় প্রকাশিত কবির প্রথম ছড়াগ্রন্থ "কাশফুল দোল খায়" পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছিল।
সত্যিই বইটি যে পড়বে দীর্ঘদিন তার হৃদয়ে বইটির স্বাদ লেগে থাকবে। কাব্যগ্রন্থ বলতে তাই বুঝি যা হৃদয়ে রেখাপাত করে। কথার মাধ্যমে প্রiকাশ হয়। জীবন্ত হয়ে বারবার কল্পনার চোখে ধরা দেয়। বইটি আমার পড়া সুন্দরতম এবং শ্রেষ্ঠতম একটি কাব্যিক বই হিসেবে স্থান করে নিয়েছে।
বইটির পাঠক প্রিয়তা ও সুন্দর সাফল্য কামনা করি। সাথে প্রচার এবং প্রসার কামনা করছি।
বইটি চট্টগ্রাম, ফেনী ও রাজশাহী সহ বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যায়। বইটি কুরিয়ারে পেতে যোগাযোগ করুন- ০১৯২২১২৭০৮১এই নম্বরে।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাম:
প্রকাশনা:
ইত্যাদি...
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন