- ঝাল ছড়া (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মার্চ, ২০১৬, ০৮:১০:১১ রাত
মাথাটা এক পাশে
বুকটা মাঝে
রানটা তাকিয়ে আছে
হাতটা ভাজে।
কোনটা ছাড়ে কোনটা ধরে
সবই মন চায়
কলিজাটা কোথায় গেল
যদি খুঁজে পায়।
চামচটা নেড়েচেড়ে
আলু আর ঝোলে
গলাটাই অবশেষে
পাতে নিল তুলে।
না না খাবোনা
ঝাল ঝাল ঝাল
আগুনে পুড়ে গেল
টুম্পার গাল।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন